আজ শনিবার (১৯ এপ্রিল) লাহোরে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৩০ রানে প্রথম উইকেট হারায় থাইল্যান্ড। ২১ রানে ফেরেন চানিদা এবং আর বোচাথাম আউট হন ২৯ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন নান্নাপাত।
নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ১৬৬ রানের সংগ্রহ দাঁড় করায় থাইল্যান্ড। জবাবে ২৯ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলে অসম্ভব লক্ষ্যকে হাতে নিয়ে আসেন ম্যাথিউস। হেনরি করেন ১৭ বলে ৪৮ রান। তবে জয় আসে ১০ দশমিক ৫ ওভারে ৪ উইকেট হারিয়ে—যা যথেষ্ট ছিল না বিশ্বকাপ নিশ্চিত করার জন্য।
অন্যদিকে, একই দিনে লাহোরে আগে ব্যাট করে পাকিস্তানকে ১৭৯ রানের লক্ষ্য দেয় লাল-সবুজের মেয়েরা। এর জবাবে ১০ ওভার ২ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় তুলে নেয় স্বাগতিকরা। তবে ম্যাচ হারলেও রান রেটের ব্যবধানে বিশ্বকাপে জায়গা পেয়েছে বাংলাদেশ।