বিচারক জেমস বোসবার্গের সভাপতিত্বে জাকারবার্গের বিচার প্রক্রিয়া শুরু হয়। মূলত ফেসবুকের মূল সংস্থা মেটার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ উঠেছে। ৩৭ দিন পর্যন্ত বিচারকাজ চলতে পারে।
জাকারবার্গের বিরুদ্ধে এফটিসির অভিযোগ, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপকে প্রতিযোগিতামূলক বাজারে নিয়মতান্ত্রিকভাবে অধিগ্রহণ করা এড়াতে তার বৃহত্তম সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরম (মেটা) বাজারক্ষমতার অপব্যবহার করেছে। কমিশনের দাবি, প্রতিদ্বন্দ্বীদের হুমকি মনে করে মেটা সেই দুটি প্রভাবশালী সামাজিক মাধ্যমকে কিনে নেয়।
মামলার প্রমাণ হিসেবে ২০১১-১২ সালের অভ্যন্তরীণ ইমেইল উপস্থাপন করা হয়েছে, যেখানে ইনস্টাগ্রামকে প্রতিযোগিতা ঠেকাতে কেনার পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায়। তার এই মানসিকতাকে নতুন প্রযুক্তি উদ্ভাবনের পথে দমনমূলক পদক্ষেপ বলে মামলায় উল্লেখ করা হয়েছে।