টানা ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসকে আরও শক্তিশালী আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (১৫ এপ্রিল) ফিলিস্তিনের গাজা উপত্যকা সফরকালে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সফরে নেতানিয়াহু সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, তিনি উত্তর গাজা সফরে যান, যেখানে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন। টাইমস অব ইসরায়েল জানায়, সেখানে সেনাদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, ‘হামাসকে আরও আঘাত করা হবে।’ খবর এএফপি।
গাজার পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে নেতানিয়াহু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি পোস্ট সেনাদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, খামেনি আবারও ইসরায়েল ধ্বংসের আহ্বান জানিয়েছেন, এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময়ও সেই হুমকি দিয়েছেন।
এদিকে সাম্প্রতিক এই সফরকে অনেকেই নেতানিয়াহুর কৌশলগত বার্তা হিসেবে দেখছেন—যেখানে তিনি সেনাদের মনোবল বাড়ানো ও হামাসের বিরুদ্ধে কঠোর অবস্থান স্পষ্ট করতে চেয়েছেন।