শিরোনাম :
Logo চট্টগ্রাম বোর্ডে ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ১৩৪৮ জন, বহিষ্কার-১ পরীক্ষার্থী Logo চুয়াডাঙ্গায় পূর্বাশা কাউন্টারের সামনে ফিরোজকে কুপিয়ে জখম Logo জাবিতে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন Logo কুবি শিক্ষার্থীর বিরুদ্ধে হিন্দুধর্ম অবমাননার অভিযোগ  Logo বেরোবিতে জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা সনদ ও চেক হস্তান্তর Logo কুয়েটের বহিষ্কার সিদ্ধান্তের বিরুদ্ধে ইবি শিক্ষার্থীদের প্রতিবাদ Logo পঞ্চগড়ের দেবীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। Logo বিতর্কিত যবিপ্রবি শিক্ষক সুজন চৌধুরীর বিরুদ্ধে এবার ধর্ষন মামলা Logo ‘মার্চ ফর গাজা’ ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের বহিঃপ্রকাশ Logo আউটসোর্সিং সেবা গ্রহণ নীতিমালা জারি

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে: সেলিম উদ্দিন

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৫:৩৪:৫৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ৭০৯ বার পড়া হয়েছে

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে যোগ্যতর ও সময়োপযোগী করে গড়ে তুলতে ইসলামী আন্দোলনের সকল স্তরের জনশক্তির প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি সোমবার (১৪ এপ্রিল) জামায়াত ইসলামী বসুন্ধরা থানা শাখা আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

থানা আমীর ইঞ্জিনিয়ার আবুল বাসারের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ ইউসুফের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় নেতারা।

সেলিম উদ্দিন বলেন, জামায়াত দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা সে মহতি উদ্যোগ  বাস্তবায়ন এবং গণমুখী বাংলাদেশ গড়ার জন্য নানাবিধ কর্মসূচি গ্রহণ করে সেসব সফলভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা দেশকে বেকারত্ব ও দারিদ্রমুক্ত করতে আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য বিবিধ কর্মসূচি গ্রহণ করেছি। এ জন্য আমরা প্রান্তিক জনগোষ্ঠী ব্যবসার সুবিধার জন্য কর্জে হাসানা, ক্ষেত্র বিশেষে অফেরতযোগ্য আর্থিক অনুদান এবং ব্যবসায়িক উপকরণ প্রদান অব্যাহত রেখেছি।

তিনি বলেন, আমরা জনগণের কল্যাণের জন্য স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, হাসপাতালসহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি। একই সঙ্গে আমরা স্বামী পরিত্যক্তা ও বিধবাদের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। মূলত, দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে এসব আমাদের প্রাক প্রস্তুতি।

ক্ষুধা, দারিদ্রমুক্ত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, গত ৫ আগস্ট ছাত্র- জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আওয়ামী বাকশালী সরকারের পতন হলেও দেশ এখনো পুরোপুরি মাফিয়াতন্ত্রীদের প্রভাবমুক্ত হয়নি। তারা বিভিন্ন রূপ ও বেশ ধরে নতুন আঙ্গিকে ফিরে আসার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডে ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ১৩৪৮ জন, বহিষ্কার-১ পরীক্ষার্থী

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে: সেলিম উদ্দিন

আপডেট সময় : ০৫:৩৪:৫৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে যোগ্যতর ও সময়োপযোগী করে গড়ে তুলতে ইসলামী আন্দোলনের সকল স্তরের জনশক্তির প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি সোমবার (১৪ এপ্রিল) জামায়াত ইসলামী বসুন্ধরা থানা শাখা আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

থানা আমীর ইঞ্জিনিয়ার আবুল বাসারের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ ইউসুফের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় নেতারা।

সেলিম উদ্দিন বলেন, জামায়াত দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা সে মহতি উদ্যোগ  বাস্তবায়ন এবং গণমুখী বাংলাদেশ গড়ার জন্য নানাবিধ কর্মসূচি গ্রহণ করে সেসব সফলভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা দেশকে বেকারত্ব ও দারিদ্রমুক্ত করতে আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য বিবিধ কর্মসূচি গ্রহণ করেছি। এ জন্য আমরা প্রান্তিক জনগোষ্ঠী ব্যবসার সুবিধার জন্য কর্জে হাসানা, ক্ষেত্র বিশেষে অফেরতযোগ্য আর্থিক অনুদান এবং ব্যবসায়িক উপকরণ প্রদান অব্যাহত রেখেছি।

তিনি বলেন, আমরা জনগণের কল্যাণের জন্য স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, হাসপাতালসহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি। একই সঙ্গে আমরা স্বামী পরিত্যক্তা ও বিধবাদের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। মূলত, দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে এসব আমাদের প্রাক প্রস্তুতি।

ক্ষুধা, দারিদ্রমুক্ত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, গত ৫ আগস্ট ছাত্র- জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আওয়ামী বাকশালী সরকারের পতন হলেও দেশ এখনো পুরোপুরি মাফিয়াতন্ত্রীদের প্রভাবমুক্ত হয়নি। তারা বিভিন্ন রূপ ও বেশ ধরে নতুন আঙ্গিকে ফিরে আসার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।