পিএসএলে করাচি কিংসের জয়ের নায়ক ছিলেন ইংল্যান্ডের জেমস ভিন্স। করাচির হয়ে খেলতে নেমে মাত্র ৪৩ বলে ঝড়ো ১০১ রান করেন তিনি, স্ট্রাইক রেট ২০০-এরও বেশি। তার এই বিধ্বংসী ইনিংসই টপকে গেছে মোহাম্মদ রিজওয়ানের ৬৩ বলে ১০৫ রানের লড়াকু ইনিংসকে। শেষ পর্যন্ত করাচি কিংস ম্যাচটি জেতে ৪ উইকেটে।
এমন ম্যাচে ম্যাচসেরা হওয়ার জন্য আর কে-ই বা বিবেচনায় আসতেন! প্রত্যাশিতভাবেই ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার উঠেছে ভিন্সের হাতেই। তবে এখানেই শেষ নয়—করাচি কিংসের ম্যানেজমেন্ট ভিন্সকে একটি বিশেষ উপহারও দিয়েছে, যা রীতিমতো চমকপ্রদ।
পুরস্কার হিসেবে ইংলিশ এই ব্যাটসম্যান পেয়েছেন… একটি চুল শুকানোর মেশিন!
ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে ড্রেসিংরুমে ভিন্সের হাতে এই ব্যতিক্রমী পুরস্কার তুলে দেওয়ার ভিডিও শেয়ার করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, ভিন্স হাসিমুখে উপহার গ্রহণ করছেন এবং সতীর্থরাও দারুণ মজা পাচ্ছেন মুহূর্তটি উপভোগ করে।