শিরোনাম :
Logo জবিতে সাইকেল চোর সন্দেহে যুবক আটক ৮ শিক্ষার্থীকে ৫০হাজার টাকা ক্ষতিপূরণ Logo ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৬তম আসর ২৫ এপ্রিল Logo গত ৯ মাসে এক আকাশ ভালোবাসা অর্জন করেছি: প্রেস সচিব Logo মির্জা ফখরুলের সাথে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস’র প্রতিনিধি দলের বৈঠক Logo ‘বিএনপিকে পাশ কাটাতেই নির্বাচন বিলম্ব করছে সরকার’ Logo সংস্কার ও হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয় : গোলাম পরওয়ার Logo কেএফসিতে ভাঙচুর, পাকিস্তানে ১৭৮ বিক্ষোভকারী গ্রেপ্তার Logo পশ্চিমবঙ্গের সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্য ‘অযৌক্তিক’: ভারত Logo জবির ফ্যাসিস্ট হামলাকারী ও ইন্ধনদাতাদের বিচারের দাবি বৈষম্যবিরোধী ও গছাসের Logo ইবিতে ঐক্যমঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

‎কয়রায় দিনব্যাপী জলবায়ু ধর্মঘট তরুনদের।

‎ জীবাশ্ম জ্বালানি নয়, চাই নবায়নযোগ্য বিদ্যুৎ পরিকল্পনার দাবিতে উপকূলবাসীর ধর্মঘাট

‎আজ ১১ই এপ্রিল শুক্রবার বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের অংশ হিসেবে দেশের দক্ষিণাঞ্চল সুন্দরবন ও উপকূলঘেষা এলাকা খুলনার কয়রায় অনুষ্ঠিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ জলবায়ু বিষয়ক কর্মসূচি। স্থানীয় তরুণ ও পরিবেশকর্মীদের সংগঠন ইয়ুথনেট গ্লোবাল ও ইসলামিক রিলিফ এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল দাবি ছিল “বাংলাদেশে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করুন, আমরা নতুন বাংলাদেশের জন্য চাই নবায়নযোগ্য জ্বালানি-নির্ভর বিদ্যুৎ মহাপরিকল্পনা”

‎কয়রা সদরের গোবরা নামক একটি গ্রামের নিকটবর্তী নদীর চরে ও জলবায়ু ঝুঁকিপূর্ণ জনপদ মদিনাবাদ নামক জনসমাগম একটি খেয়াঘাট ও রাস্তার পাশে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে সংগঠনের সদস্যরা প্রতিবাদ জানান, যেখানে লেখা ছিল, “জলবায়ুর সুবিচার, উপকূলবাসীর অধিকার” “জলবায়ু ন্যায্যতা চাই” “উন্নয়ন চাই – ধ্বংস নয়”, “জীবাশ্ম জ্বালানি রোধ করি, সৌর ও বায়ু শক্তিতে ভবিষ্যৎ গড়ি”, “উই ওয়ান জাস্টিস, ক্লাইমেট জাস্টিস” সহ জলবায়ু সংশ্লিষ্ট বিভিন্ন রকমের চাওয়া পাওয়ার ও দাবির কথা।

‎জনতে চাইলে ইয়ুথনেট গ্লোবাল এর কয়রা প্রতিনিধি রাসেল আহাম্মেদ জানান, কয়রা উপকূলীয় অঞ্চল হওয়ায় এখানকার মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ। ঘূর্ণিঝড়, জ্বলাচ্ছস, লবণাক্ততা, নদীভাঙন, সবকিছুই সরাসরি মোকাবিলা করছে অথচ এসব অঞ্চলেই ইটের ভাটা সহ জীবাশ্ম জ্বালানির বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের চেষ্টা হচ্ছে, এলাকার গাছ কেটে বেঁড়িবাঁধ নির্মানের পরিকল্পনা করা হয়। যা পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে উন্নয়ন হবে পরিবেশবান্ধব। নবায়নযোগ্য জ্বালানি ছাড়া টেকসই ভবিষ্যৎ কল্পনা কখনও করা যায় না।

‎সংগঠনের প্রতিনিধি নিরাপদ মুন্ডা জানান বলেন, উন্নত দেশের বলির শিকার আমরা, জলবায়ুর সুবিচার আমাদের দুর্বলতা নয় এটা আমাদের অধিকার তাই জলবায়ু সংকট মোকাবিলায় নীতিনির্ধারকদের প্রতি কার্যকর পদক্ষেপের আহ্বান জানান তিনি।

‎ইয়ুথনেট কয়রার নারী প্রতিনিধী ইসরাত জাহান এশা ও সাধনা মুন্ডা বলেন, “ জলবায়ু পরিবর্তনে নারী ও শিশুদের স্বাস্থ্য ঝুঁকি মারাত্মক হুমকিতে পরিনত হয়েছে। এই পৃথিবীতে শান্তিতে বেঁচে থাকার অধিকার সবার কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি মৌলিক অধিকার থেকেও। জলবায়ুর সুবিচার চাই।

‎ইসলামিক রিলিফ বাংলাদেশ এর কয়রার এসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ তৈয়বুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে আজ সারাদেশ জুড়ে সম্পাদিত হচ্ছে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট, এখানে শিক্ষার্থী, পরিবেশকর্মী, ইয়ুথনেট ও ইসলামিক রিলিফ এর সদস্য সহ সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন, জলবায়ু ন্যায়বিচারের দাবিতে এসময় তারা বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন, ইসলামিক রিলিফ এসময় তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেন।

‎উক্ত ধর্মঘটে বক্তব্য রাখেন, বাসিরুল ইসলাম, কুদরতুল্লাহ ফারুকি, রাসেল রানা, সাথী খাতুন, সুব্রত মুন্ডা, শাকিলা পারভীন, আব্দুর রহিম, সোহেল রানা, আব্দুল আলিম, মুসলিমা খাতুন সহ প্রমুখ পরিবেশপ্রমীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবিতে সাইকেল চোর সন্দেহে যুবক আটক ৮ শিক্ষার্থীকে ৫০হাজার টাকা ক্ষতিপূরণ

‎কয়রায় দিনব্যাপী জলবায়ু ধর্মঘট তরুনদের।

আপডেট সময় : ০৮:২১:৩৭ অপরাহ্ণ, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

‎ জীবাশ্ম জ্বালানি নয়, চাই নবায়নযোগ্য বিদ্যুৎ পরিকল্পনার দাবিতে উপকূলবাসীর ধর্মঘাট

‎আজ ১১ই এপ্রিল শুক্রবার বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের অংশ হিসেবে দেশের দক্ষিণাঞ্চল সুন্দরবন ও উপকূলঘেষা এলাকা খুলনার কয়রায় অনুষ্ঠিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ জলবায়ু বিষয়ক কর্মসূচি। স্থানীয় তরুণ ও পরিবেশকর্মীদের সংগঠন ইয়ুথনেট গ্লোবাল ও ইসলামিক রিলিফ এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল দাবি ছিল “বাংলাদেশে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করুন, আমরা নতুন বাংলাদেশের জন্য চাই নবায়নযোগ্য জ্বালানি-নির্ভর বিদ্যুৎ মহাপরিকল্পনা”

‎কয়রা সদরের গোবরা নামক একটি গ্রামের নিকটবর্তী নদীর চরে ও জলবায়ু ঝুঁকিপূর্ণ জনপদ মদিনাবাদ নামক জনসমাগম একটি খেয়াঘাট ও রাস্তার পাশে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে সংগঠনের সদস্যরা প্রতিবাদ জানান, যেখানে লেখা ছিল, “জলবায়ুর সুবিচার, উপকূলবাসীর অধিকার” “জলবায়ু ন্যায্যতা চাই” “উন্নয়ন চাই – ধ্বংস নয়”, “জীবাশ্ম জ্বালানি রোধ করি, সৌর ও বায়ু শক্তিতে ভবিষ্যৎ গড়ি”, “উই ওয়ান জাস্টিস, ক্লাইমেট জাস্টিস” সহ জলবায়ু সংশ্লিষ্ট বিভিন্ন রকমের চাওয়া পাওয়ার ও দাবির কথা।

‎জনতে চাইলে ইয়ুথনেট গ্লোবাল এর কয়রা প্রতিনিধি রাসেল আহাম্মেদ জানান, কয়রা উপকূলীয় অঞ্চল হওয়ায় এখানকার মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ। ঘূর্ণিঝড়, জ্বলাচ্ছস, লবণাক্ততা, নদীভাঙন, সবকিছুই সরাসরি মোকাবিলা করছে অথচ এসব অঞ্চলেই ইটের ভাটা সহ জীবাশ্ম জ্বালানির বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের চেষ্টা হচ্ছে, এলাকার গাছ কেটে বেঁড়িবাঁধ নির্মানের পরিকল্পনা করা হয়। যা পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে উন্নয়ন হবে পরিবেশবান্ধব। নবায়নযোগ্য জ্বালানি ছাড়া টেকসই ভবিষ্যৎ কল্পনা কখনও করা যায় না।

‎সংগঠনের প্রতিনিধি নিরাপদ মুন্ডা জানান বলেন, উন্নত দেশের বলির শিকার আমরা, জলবায়ুর সুবিচার আমাদের দুর্বলতা নয় এটা আমাদের অধিকার তাই জলবায়ু সংকট মোকাবিলায় নীতিনির্ধারকদের প্রতি কার্যকর পদক্ষেপের আহ্বান জানান তিনি।

‎ইয়ুথনেট কয়রার নারী প্রতিনিধী ইসরাত জাহান এশা ও সাধনা মুন্ডা বলেন, “ জলবায়ু পরিবর্তনে নারী ও শিশুদের স্বাস্থ্য ঝুঁকি মারাত্মক হুমকিতে পরিনত হয়েছে। এই পৃথিবীতে শান্তিতে বেঁচে থাকার অধিকার সবার কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি মৌলিক অধিকার থেকেও। জলবায়ুর সুবিচার চাই।

‎ইসলামিক রিলিফ বাংলাদেশ এর কয়রার এসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ তৈয়বুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে আজ সারাদেশ জুড়ে সম্পাদিত হচ্ছে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট, এখানে শিক্ষার্থী, পরিবেশকর্মী, ইয়ুথনেট ও ইসলামিক রিলিফ এর সদস্য সহ সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন, জলবায়ু ন্যায়বিচারের দাবিতে এসময় তারা বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন, ইসলামিক রিলিফ এসময় তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেন।

‎উক্ত ধর্মঘটে বক্তব্য রাখেন, বাসিরুল ইসলাম, কুদরতুল্লাহ ফারুকি, রাসেল রানা, সাথী খাতুন, সুব্রত মুন্ডা, শাকিলা পারভীন, আব্দুর রহিম, সোহেল রানা, আব্দুল আলিম, মুসলিমা খাতুন সহ প্রমুখ পরিবেশপ্রমীরা।