বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি রাজপথে নামার আগেই অন্তর্বর্তী সরকারের উচিৎ নির্বাচন দেয়া। এসময় তিনি সরকারের প্রতি দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান।
বুধবার (৯ এপ্রিল) সংস্কার, জাতীয় নির্বাচন ও আগামীর বাংলাদেশ শীর্ষক এক আলোচনায় বিএনপি নেতা শামসুজ্জামান দুদু এ দাবি করেন। বাংলাদেশে নির্বাচন ঠেকানোর সাহস কোনো শক্তির নেই বলেও জানান তিনি।
দুদু বলেন, বিএনপির ৫০ লাখ কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বেগম খালেদা জিয়াকে চিকিৎসাহীন অবস্থায় জেল খাটতে হয়েছে। আমি দাবি করে বলতে পারি, বিএনপি যে ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, অন্য কোনো রাজনৈতিক দল তা পারে না। বিএনপিকে রাস্তায় নামার আগেই নির্বাচন দিন। নইলে বলব, হাসিনার দিকে তাকান। বিএনপি সবসময় জনগণের সমর্থন আর ভালোবাসা নিয়েই ক্ষমতায় এসেছে। তাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে।