বরকতউল্লা বুলুকে আনা হলো ঢাকায়, জানা গেল সর্বশেষ অবস্থা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০২:১৫:১৯ অপরাহ্ণ, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ৭০৯ বার পড়া হয়েছে
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু অসুস্থ হয়ে গতকাল রোববার (৬ এপ্রিল) রাতে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালের হৃদযন্ত্রের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (সিসিইউ) ভর্তি হন। তাকে আজ সোমবার (৭ এপ্রিল) রাজধানীতে আনা হয়েছে।

বরকতউল্লার স্ত্রী শামীমা বরকত সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার স্বামীর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে সকাল সাতটার দিকে ঢাকার উদ্দেশে রওনা হন। উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার কথা রয়েছে।

এর আগে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক হয়ে ঢাকায় ফেরার পথে লাকসামে গতকাল রাত সাড়ে আটটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির জ্যেষ্ঠ নেতা বরকতউল্লা।

পরে রাত ১২টার দিকে হাসপাতালে বরকতউল্লার সঙ্গে থাকা কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা বলেন, ‘বুলু ভাই দলীয় ও ব্যক্তিগত কাজ শেষে ঢাকায় ফেরার পথে লাকসামে হঠাৎ তার শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। এরপর দ্রুত তাকে কুমিল্লা শহরে নিয়ে আসা হলে আমরা তাকে মুন হাসপাতালে ভর্তি করি। চিকিৎসক দ্রুত তাকে সিসিইউতে পাঠান।’

ইউসুফ মোল্লা আরও বলেন, চিকিৎসক জানিয়েছেন, বরকতউল্লার ফুসফুসে সমস্যা রয়েছে। এ জন্য শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তবে ভয়ের কিছু নেই বলেও চিকিৎসক জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বরকতউল্লা বুলুকে আনা হলো ঢাকায়, জানা গেল সর্বশেষ অবস্থা

আপডেট সময় : ০২:১৫:১৯ অপরাহ্ণ, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু অসুস্থ হয়ে গতকাল রোববার (৬ এপ্রিল) রাতে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালের হৃদযন্ত্রের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (সিসিইউ) ভর্তি হন। তাকে আজ সোমবার (৭ এপ্রিল) রাজধানীতে আনা হয়েছে।

বরকতউল্লার স্ত্রী শামীমা বরকত সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার স্বামীর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে সকাল সাতটার দিকে ঢাকার উদ্দেশে রওনা হন। উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার কথা রয়েছে।

এর আগে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক হয়ে ঢাকায় ফেরার পথে লাকসামে গতকাল রাত সাড়ে আটটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির জ্যেষ্ঠ নেতা বরকতউল্লা।

পরে রাত ১২টার দিকে হাসপাতালে বরকতউল্লার সঙ্গে থাকা কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা বলেন, ‘বুলু ভাই দলীয় ও ব্যক্তিগত কাজ শেষে ঢাকায় ফেরার পথে লাকসামে হঠাৎ তার শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। এরপর দ্রুত তাকে কুমিল্লা শহরে নিয়ে আসা হলে আমরা তাকে মুন হাসপাতালে ভর্তি করি। চিকিৎসক দ্রুত তাকে সিসিইউতে পাঠান।’

ইউসুফ মোল্লা আরও বলেন, চিকিৎসক জানিয়েছেন, বরকতউল্লার ফুসফুসে সমস্যা রয়েছে। এ জন্য শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তবে ভয়ের কিছু নেই বলেও চিকিৎসক জানিয়েছেন।