ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নির্বিচারে গণহত্যা বন্ধের প্রতিবাদে বিশ্বজুড়ে চলছে ‘নো ওয়ার্ক, নো স্কুল’। এরই মাঝে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এই সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে গাজা যুদ্ধ পরিস্থিতি ও দেশটির ওপর যুক্তরাষ্ট্রের শুল্কারোপ নিয়ে আলোচনা করবেন আশা করা হচ্ছে।রোববার (৬ এপ্রিল) স্থানীয় সময় রাতে স্ত্রী সারা নেতানিয়াহুকে নিয়ে ওয়াশিংটনে পৌঁছেন বেনিয়ামিন নেতানিয়াহু।
সফরে ইসরাইয়েলি প্রধানমন্ত্রী আগামী দুইদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
মূলত গাজা উপত্যকায় চলমান যুদ্ধ ও জিম্মিদের মুক্তি, সেইসঙ্গে ট্রাম্পের নতুন শুল্ক নীতি, যেখানে অন্যান্য দেশের মতো ইসরাইলি পণ্যের ওপর ১৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে সেসব বিষয়ে আলোচনা হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, সফর সূচি ঘোষণা করার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে রোববার হাঙ্গেরির বুদাপেস্ট থেকে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হন নেতানিয়াহু। আগামী মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার কথা রয়েছে তার।