ফিলিস্তিনের গাজায় অব্যাহত ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং বিশ্বব্যাপী আহত হরতাল ও বিক্ষোভের সাথে একাত্মতা প্রকাশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বাদ যোহর বাইতুল আমিন শপথ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে জেলা সভাপতি মাও. লিয়াকত হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ সভাপতি মুফতী সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতী মাহবুবুর রহমান, উপদেষ্টা ডাঃ বোরহান উদ্দীন সিদ্দিকী, জয়েন সেক্রেটারি মাও হাবীবুর রহমান, মাও আবুল কালাম আযাদ।
মুফতী নুরে আলমের পরিচালনায় আরও বক্তব্য রাখেন মাও তারেক, ফারুক মুহাম্মদ নোয়াইম, মাও আশেকে এলাহী, মাও ওবায়েদ উল্ল্যাহ, মাও আবু হুরায়রা, মাও মাহমুদুল হাসান, মাও সুলতান, মুফতী শাহাদাত কাসেমী, মাও মোশাররফ, মাও শাহেদুল ইসলাম, মাও ফজলুল করীমসহ হেফাজতের স্থানীয় শীর্ষ আলেম-ওলামা, মাদরাসা শিক্ষক, ছাত্র এবং ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, “ইসরায়েলি বর্বরতা আজ সমস্ত মানবতার সীমা অতিক্রম করেছে। শিশু, নারী, বয়স্ক কেউই রক্ষা পাচ্ছে না এই হত্যাযজ্ঞ থেকে। অথচ বিশ্ব মোড়লরা নীরব দর্শক হয়ে আছে। মুসলিম উম্মাহর উচিত এখনই ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পক্ষ নেয়া।”
তাঁরা মুসলিম রাষ্ট্রসমূহের প্রতি আহ্বান জানান
ইসরায়েলের সঙ্গে সবধরনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে গাজার জনগণের পাশে দাঁড়ানোর জন্য। একইসাথে বাংলাদেশ সরকারকেও কূটনৈতিকভাবে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেয়ার দাবি জানান।
সমাবেশ শেষে শহীদ ফিলিস্তিনিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ছবির ক্যাপশন: ফিলিস্তিনের গাজায় অব্যাহত ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং বিশ্বব্যাপী আহত হরতাল ও বিক্ষোভের সাথে একাত্মতা প্রকাশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।