৬২ বছর বয়সী দরিভাল জুনিয়র ২০২৪ সালের জানুয়ারিতে ব্রাজিলের দায়িত্ব নেন। ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয়ে শুরুটা ভালো হলেও ধারাবাহিক পারফরম্যান্সের অভাবে সমালোচনার মুখে পড়েন তিনি। তার অধীনে দল ১৬ ম্যাচে সাত জয়, ছয় ড্র এবং তিনটি হার পেয়েছে।
বিশেষ করে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়, ১৬ বছর পর প্যারাগুয়ের কাছে পরাজয় এবং ইতিহাসে প্রথমবার আর্জেন্টিনার বিপক্ষে হোম ও অ্যাওয়ে দুই ম্যাচেই হার তাকে চাপে ফেলে দেয়।
ব্রাজিল ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে দরিভালকে ধন্যবাদ জানিয়ে বলেছে, “দরিভাল জুনিয়র আর ব্রাজিল দলের কোচ হিসেবে থাকছেন না। সিবিএফ তার পরবর্তী ক্যারিয়ারের সাফল্য কামনা করছে এবং নতুন কোচ খুঁজতে এখন থেকেই কাজ শুরু করবে।”