আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বেন হামজা। তাতে করে তার ১০ দিনের বাংলাদেশ সফর শেষ হবে। পরবর্তীতে ১০ জুন সিংগাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচ খেলতে আসবেন এই তারকা ফুটবলার।
মঙ্গলবার রাতে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলে পরদন সকালেই শিলং থেকে গুয়াহাটি-কলকাতা হয়ে ঢাকার বিমানে চড়ে বাংলাদেশ দল। পরে বিকালে ঢাকা পা রাখে লাল-সবুজের প্রতিনিধিরা। এ সময় দলের সঙ্গে ফিরেছেন হামজা চৌধুরীও। যদিও শুধু এক রাতের জন্য। আজ তিনি ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে ঢাকা ত্যাগ করবেন। আর বাকিরা যে যার যার ক্লাবে যোগ দিবেন অথবা চলে যাবেন ঈদের ছুটি কাটাতে বাড়িতে।