যবিপ্রবি প্রতিনিধি :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষ্যে যবিপ্রবির শিক্ষার্থীদের জন্য “পহেলা বৈশাখ ও বাঙালি সংস্কৃতি” শীর্ষক বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এক হাজার শব্দের মধ্যে এ রচনা লিখে বিজ্ঞপ্তির শর্তানুযায়ী আগামী ০৯ এপ্রিলের মধ্যে অফিস চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে এই প্রথম রচনা প্রতিযোগীতার আয়োজন করা হচ্ছে । এ আয়োজনের মূল লক্ষ্য হলো বাঙালি সংস্কৃতির চর্চা বাড়ানো । আমরা প্রতিবছরই পহেলা বৈশাখ উদযাপন করি কিন্তু শুধুমাত্র কোনো অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বাঙালি সংস্কৃতির চর্চা পরিপূর্ণভাবে ফুটে ওঠে না। শিক্ষার্থীরা যখন এ বিষয়ে রচনা লিখবে তখন অবশ্যই তারা পহেলা বৈশাখ ও বাঙালি সংস্কৃতির বিষয়ে পড়াশোনা করে তারপর লিখবে। এতে করে তাদের পহেলা বৈশাখ ও বাঙালি সংস্কৃতি বিষয়ক জ্ঞানের পরিধি বাড়বে। যে রচনাগুলো ভালো হবে সেগুলো আমরা শ্রোতাদের পড়ে শোনাব যেন শ্রোতারাও বাঙালি সংস্কৃতির ব্যাপারে জ্ঞান লাভ করে । এছাড়াও ভবিষ্যতে আমাদের দপ্তর থেকে ম্যাগাজিন চালু করলে সেখানে আমরা ভালো ভালো রচনা গুলোকে তুলে ধরব। এভাবে আমরা আমাদের বাঙালি সংস্কৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মতে ছড়িয়ে দিতে পারব ।