শিরোনাম :

মেসির বিয়ের নিমন্ত্রণ প্রত্যাখান শাকিরার !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৩:১১ অপরাহ্ণ, সোমবার, ২০ মার্চ ২০১৭
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আসন্ন জুনে বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোকে বিয়ে করতে চলেছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এজন্য নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন তার ক্লাব সতীর্থ পিকের বান্ধবী শাকিরাকে। কিন্তু কলম্বিয়ান এই বিখ্যাত পপ-তারকা সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন!

রবিবার স্পেনের একটি সংবাদপত্র দাবি করেছে, ওই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য জেরার পিকে’র সাবেক বান্ধবী নুরিয়া থোমাস’কেও নিমন্ত্রণ করেছেন মেসি। সেই খবর জানার পরেই ঘনিষ্ঠমহলে শাকিরা জানিয়ে দেন, তাঁর পক্ষে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকা কোন অবস্থায় সম্ভব নয়। তিনি নাকি বলেছেন, ‘‘আমি ওখানে উপস্থিত থাকলে পিকে’র পক্ষে পরিস্থিতি খুবই অস্বস্তিকর হয়ে উঠবে। তাছাড়া আমি নিজেও মেসিদের বিয়ের অনুষ্ঠান উপভোগ করতে পারব না। তাই বুয়েনস আইরেসে যাব না। ’’

যদিও শাকিরার এজেন্ট সেই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, ওই সময় শাকিরার বেশ কয়েকটি অনুষ্ঠান রয়েছে। ফলে তাঁর পক্ষে এখন সূচিবদল করা সম্ভব নয়। কিন্তু ওই সংবদাপত্রের দাবি, পিকে’র প্রাক্তন বান্ধবীকে আমন্ত্রণ করার ঘটনাকে ভাল মনে গ্রহণ করতে পারেননি শাকিরা। তবে মেসি এবং আন্তোনেল্লার বিয়ের খবরে খুবই খুশি কলম্বিয়ার পপ তারকা। তিনি বলেছেন, ‘‘আমার সঙ্গে মেসি এবং আন্তোনেল্লার সম্পর্ক খুবই সুন্দর। তাই এই খবর আমার কাছেও আনন্দের। ’’

এদিকে, বিয়ের আগে নিজের চেহারাতেও পরিবর্তন এনে ফেললেন মেসি। চুলের রং আগেই পাল্টে ফেলেছিলেন। এবার বড় দাড়িও হাল্কাভাবে ট্রিম করে নিলেন তিনি। রবিবার সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে সেই ছবি পোস্টও করেছেন মেসি। তিনি নিখেছেন, ‘আশা করি এবার আমার নতুন লুক পছন্দ হবে ভক্তদের’।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের মানোন্নয়নে হচ্ছে টাস্কফোর্স

মেসির বিয়ের নিমন্ত্রণ প্রত্যাখান শাকিরার !

আপডেট সময় : ০১:০৩:১১ অপরাহ্ণ, সোমবার, ২০ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

আসন্ন জুনে বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোকে বিয়ে করতে চলেছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এজন্য নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন তার ক্লাব সতীর্থ পিকের বান্ধবী শাকিরাকে। কিন্তু কলম্বিয়ান এই বিখ্যাত পপ-তারকা সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন!

রবিবার স্পেনের একটি সংবাদপত্র দাবি করেছে, ওই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য জেরার পিকে’র সাবেক বান্ধবী নুরিয়া থোমাস’কেও নিমন্ত্রণ করেছেন মেসি। সেই খবর জানার পরেই ঘনিষ্ঠমহলে শাকিরা জানিয়ে দেন, তাঁর পক্ষে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকা কোন অবস্থায় সম্ভব নয়। তিনি নাকি বলেছেন, ‘‘আমি ওখানে উপস্থিত থাকলে পিকে’র পক্ষে পরিস্থিতি খুবই অস্বস্তিকর হয়ে উঠবে। তাছাড়া আমি নিজেও মেসিদের বিয়ের অনুষ্ঠান উপভোগ করতে পারব না। তাই বুয়েনস আইরেসে যাব না। ’’

যদিও শাকিরার এজেন্ট সেই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, ওই সময় শাকিরার বেশ কয়েকটি অনুষ্ঠান রয়েছে। ফলে তাঁর পক্ষে এখন সূচিবদল করা সম্ভব নয়। কিন্তু ওই সংবদাপত্রের দাবি, পিকে’র প্রাক্তন বান্ধবীকে আমন্ত্রণ করার ঘটনাকে ভাল মনে গ্রহণ করতে পারেননি শাকিরা। তবে মেসি এবং আন্তোনেল্লার বিয়ের খবরে খুবই খুশি কলম্বিয়ার পপ তারকা। তিনি বলেছেন, ‘‘আমার সঙ্গে মেসি এবং আন্তোনেল্লার সম্পর্ক খুবই সুন্দর। তাই এই খবর আমার কাছেও আনন্দের। ’’

এদিকে, বিয়ের আগে নিজের চেহারাতেও পরিবর্তন এনে ফেললেন মেসি। চুলের রং আগেই পাল্টে ফেলেছিলেন। এবার বড় দাড়িও হাল্কাভাবে ট্রিম করে নিলেন তিনি। রবিবার সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে সেই ছবি পোস্টও করেছেন মেসি। তিনি নিখেছেন, ‘আশা করি এবার আমার নতুন লুক পছন্দ হবে ভক্তদের’।