চুয়াডাঙ্গার কলেজ ছাত্র রঞ্জু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:০৫:৫৯ অপরাহ্ণ, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭০৭ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান রায়হান:
চুয়াডাঙ্গার কলেজ ছাত্র রঞ্জু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ছাত্র সমাজ ও এলাকার সর্বস্থরের জনগণ।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে শহরের চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কলেজ ছাত্র রঞ্জু হত্যার বিচারের দাবিতে এই মানববন্ধন। পুলিশ এখনো রঞ্জু হত্যা আসামীদের আইনের আওতায় নিয়ে আসতে পারেনি। তাই দ্রুত আসামীদের আইনের আওতায় নিয়ে ফাঁসি দিতে হবে। রঞ্জু হত্যার বিচার না হলে মানববন্ধন আগামিতে চলবে।

জেলা পুলিশদের উদেশ্যে করে বক্তারা আরও বলেন, গেল ১৭ ফেব্রুয়ারি সোমবার রঞ্জুর মরাদেহ উদ্ধার করে পুলিশ। কিন্তু সাত দিন পার হয়ে গেল এখনো আসামী ধরা পড়েনি। পুলিশ কি ঘুমাচ্ছে? আসামী আইনের আওতায় আসছে না কেন?। ২৪ ঘন্টার মধ্যে আসামীরা ধরা পড়লে কঠোর কর্মসূচির হুশিঁযারি দেন মানববন্ধনের বক্তারা।

এসময় বক্তব্য রাখেন, রঞ্জুর বাবা আজিজুল মীর, চাচা খোকন মীর, বড় ভাই রানা মীর, চাচাতো ভাই নাহিদ হাসান, ফুফাতো ভাই সাগর প্রমুখ।

উল্লেখ্যঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বদনপুরে মাসুদ হাসান রঞ্জু (২৩) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। নিহত রঞ্জু উপজেলার বদনপুর গ্রামের রহমানের ছেলে ও কুষ্টিয়া সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার কলেজ ছাত্র রঞ্জু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৫:০৫:৫৯ অপরাহ্ণ, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

আসাদুজ্জামান রায়হান:
চুয়াডাঙ্গার কলেজ ছাত্র রঞ্জু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ছাত্র সমাজ ও এলাকার সর্বস্থরের জনগণ।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে শহরের চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কলেজ ছাত্র রঞ্জু হত্যার বিচারের দাবিতে এই মানববন্ধন। পুলিশ এখনো রঞ্জু হত্যা আসামীদের আইনের আওতায় নিয়ে আসতে পারেনি। তাই দ্রুত আসামীদের আইনের আওতায় নিয়ে ফাঁসি দিতে হবে। রঞ্জু হত্যার বিচার না হলে মানববন্ধন আগামিতে চলবে।

জেলা পুলিশদের উদেশ্যে করে বক্তারা আরও বলেন, গেল ১৭ ফেব্রুয়ারি সোমবার রঞ্জুর মরাদেহ উদ্ধার করে পুলিশ। কিন্তু সাত দিন পার হয়ে গেল এখনো আসামী ধরা পড়েনি। পুলিশ কি ঘুমাচ্ছে? আসামী আইনের আওতায় আসছে না কেন?। ২৪ ঘন্টার মধ্যে আসামীরা ধরা পড়লে কঠোর কর্মসূচির হুশিঁযারি দেন মানববন্ধনের বক্তারা।

এসময় বক্তব্য রাখেন, রঞ্জুর বাবা আজিজুল মীর, চাচা খোকন মীর, বড় ভাই রানা মীর, চাচাতো ভাই নাহিদ হাসান, ফুফাতো ভাই সাগর প্রমুখ।

উল্লেখ্যঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বদনপুরে মাসুদ হাসান রঞ্জু (২৩) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। নিহত রঞ্জু উপজেলার বদনপুর গ্রামের রহমানের ছেলে ও কুষ্টিয়া সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন।