চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে। রবিবার রাতে ঝাঁঝাডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মো. হৃদয় (২৫) ঝাঁঝাডাঙ্গা গ্রামের ঈদগাহ পাড়ার মৃত সুন্নত আলীর ছেলে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ শহীদ তিতুমীরের নেতৃত্বে এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত পৌনে ১২টার দিকে ঝাঁঝাডাঙ্গা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে হৃদয়কে তার নিজ বাড়ির উঠান থেকে আটক করা হয়। এসময় তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ১৫ কেজি গাঁজা। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য চার লক্ষ ৫০ হাজার টাকা। এ ঘটনায় আটক হৃদয়ের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।