মো; মাসুদ রানা,কচুয়া ॥
চাঁদপুরের কচুয়ায় জমকালো আয়োজনে তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মোড়ক উন্মেচন করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা। অনুষ্ঠানে দেশবরণ্যের শিল্পী ও স্থানীয় শিল্পীরা নৃত্য ও গান পরিবেশন মাতিয়ে তোলেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি বাপ্পি দত্ত রনি,কৃষি অফিসার মেজবাহ উদ্দিন,কৃষিবিদ মো. আবুল কালাম আজাদ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাওকাত হোসেন সুমন,সমাজসেবা অফিসার নাহিদ ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনালীনি কর্মকার,জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী কামারুজ্জামান,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম ও সাধারন সম্পাদক এমদাদ উল্যাহ সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।































