সাকিব আল হাসান:
আসন্ন শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন চুয়াডাঙ্গায় উপ-কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ ফেব্রুয়ারি বেলা ১১ টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ অধ্যক্ষের কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ মিনার প্রাঙ্গনে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান সংক্রান্ত আলোচনা করা হয়।
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন চুয়াডাঙ্গায় উপ-কমিটির আহ্ববায়ক চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ.কে.এম সাইফুর রশিদের সভাপতিত্বে সমন্বয় সভায় উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার মির্জা শহিদুল ইসলাম,জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল,সরকারি আদর্শ মহিলা কলেজের প্রভাষক মো:রুবেল হোসেন,চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান ড.মুন্সি আবু সাইফ,বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো:জাহিদুল হাসান, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা হুসাইন মালিক, বৈষম্যবিরোধী চুয়াডাঙ্গা জেলার শাখার সদস্য সচিব সাফফাতুল ইসলাম এবং মুখ্য সংগঠক সজিবুল ইসলাম।