মঙ্গলবার | ২ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ Logo বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় জীবননগরে ছাত্রদল ও শ্রমিকদের দোয়া Logo জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি সরকারের Logo কারুবাক পাণ্ডুলিপি পুরস্কার পেলেন এইচএম জাকির Logo চাঁদপুরে নতুন খাবারের আকর্ষণ ‘কাচ্চি ডাইন’ গ্রাহকদের ভিড় বেড়েই চলছে Logo বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় ৮ নং ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo নোবিপ্রবির আধুনিকায়নে ৩৩৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ Logo খালেদা জিয়ার সুস্থতা কামনা, বীরগঞ্জ উপজেলায় অসহায়দের মাঝে খাবার বিতরণ Logo চাঁদপুরে যোগদানের প্রথম দিনেই সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

ভারত-বাংলাদেশ বিএসএফ-বিজিবি সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক

ভারতের কৃষ্ণনগর বিএসএফ সেক্টরের উদ্যোগে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তের বিপরীতে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পে বিজিবি-বিএসএফ এর সেক্টর কমান্ডার পর্যায়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় বিজিবি প্রতিনিধি দল সন্ধ্যায় দর্শনা আইসিপি দিয়ে ভারতের কৃষ্ণনগর বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পে পৌছে। সেখানে দুপুর ১২টা থেকে বেলা ২টা ৪৫মিনিট পর্যন্ত চলে বৈঠক। এরপর বৈঠক শেষে উভয় দেশের প্রতিনিধি দলের মধ্যে সম্পর্ক আরো শক্তিশালী করতে উপহার বিনিময় শেষে ১১ সদস্যের বিজিবি প্রতিনিধি দল সন্ধ্যায় বাংলাদেশে ফেরে।

 

বৈঠকে ভারতের বিএসএফের পক্ষ থেকে নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী সঞ্জয় কুমার এবং বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন।

 

পরে সন্ধ্যায় কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন গণমাধ্যমকর্মীদের সাথে এক ব্রিফিং-এ বলেন, আজ কুষ্টিয়া সেক্টর এবং কৃষ্ণনগর সেক্টর কমান্ডার লেভেলের বৈঠক ছিলো। সেখানে অনেক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনা অত্যান্ত ফলপ্রসূ ছিল। আমাদের পক্ষ থেকে সীমান্তে হতাহতের ঘটনা শূন্যের কোঠায় নামানোর একটা দাবি ছিল। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স আমরা দাবি করি। এসব আবেদন তারা সবই মেনে নিয়েছে। শূণ্যরেখার খুব কাছাকাছি স্থানে আমাদের একটা রাস্তা সংস্কারের কাজের তাদের কাছে দাবি জানিয়েছি। ইতিমধ্যেই তারা তাদের উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে। দুই দেশের সম্মতি সাপেক্ষে খুব দ্রুতই আমরা সংস্কার কাজ শুরু করবো।

 

এছাড়া উক্ত বৈঠকে দুই দেশের সীমান্তের চলমান সমস্যা, সীমান্ত হত্যা, মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার রোধসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

 

এই বৈঠকটি দুই দেশের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

 

বৈঠক শেষে, উভয় দেশের প্রতিনিধি দলের মধ্যে সম্পর্ক আরো শক্তিশালী করতে উপহার বিনিময় করা হয়।

 

বৈঠকে বিএসএফ এবং বিজিবির বিভিন্ন কর্মকর্তারা বিজিবির পক্ষে আরো উপস্থিত ছিলেন ৫৮ বিজিবির ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল শাহ মোহাম্মদ আজিজুস শহীদ, চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান, অতিরিক্ত পরিচালক মেজর কাজী আসিফ আহমেদ, কুষ্টিয়া বিজিবি সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্যান্য সদস্যগণ।অপরদিকে বিএসএফের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কমান্ডেন্ট সঞ্জয় প্রসাদ সিং, কমান্ডেন্ট সুনীল কুমার, কমান্ডেন্ট বিপিন পান্থরি, কমান্ডেন্ট বি মধুসূদন রাও, কমান্ডেন্ট সুজিত কুমার, ডেপুটি কমান্ডেন্ট দুর্গেশ কুমার, ডেপুটি কমান্ডেন্ট বিনোদ কুমার, কোম্পানী কমান্ডার ভিতাশী ও কোম্পানী কমান্ডার ভিড পালসহ সংশ্লিষ্টরা।

 

বৈঠক শেষে বিজিবি প্রতিনিধি দল সন্ধ্যায় চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি দিয়ে বাংলাদেশে ফিরে আসে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ

ভারত-বাংলাদেশ বিএসএফ-বিজিবি সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক

আপডেট সময় : ০৯:৩৬:২৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

ভারতের কৃষ্ণনগর বিএসএফ সেক্টরের উদ্যোগে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তের বিপরীতে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পে বিজিবি-বিএসএফ এর সেক্টর কমান্ডার পর্যায়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় বিজিবি প্রতিনিধি দল সন্ধ্যায় দর্শনা আইসিপি দিয়ে ভারতের কৃষ্ণনগর বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পে পৌছে। সেখানে দুপুর ১২টা থেকে বেলা ২টা ৪৫মিনিট পর্যন্ত চলে বৈঠক। এরপর বৈঠক শেষে উভয় দেশের প্রতিনিধি দলের মধ্যে সম্পর্ক আরো শক্তিশালী করতে উপহার বিনিময় শেষে ১১ সদস্যের বিজিবি প্রতিনিধি দল সন্ধ্যায় বাংলাদেশে ফেরে।

 

বৈঠকে ভারতের বিএসএফের পক্ষ থেকে নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী সঞ্জয় কুমার এবং বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন।

 

পরে সন্ধ্যায় কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন গণমাধ্যমকর্মীদের সাথে এক ব্রিফিং-এ বলেন, আজ কুষ্টিয়া সেক্টর এবং কৃষ্ণনগর সেক্টর কমান্ডার লেভেলের বৈঠক ছিলো। সেখানে অনেক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনা অত্যান্ত ফলপ্রসূ ছিল। আমাদের পক্ষ থেকে সীমান্তে হতাহতের ঘটনা শূন্যের কোঠায় নামানোর একটা দাবি ছিল। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স আমরা দাবি করি। এসব আবেদন তারা সবই মেনে নিয়েছে। শূণ্যরেখার খুব কাছাকাছি স্থানে আমাদের একটা রাস্তা সংস্কারের কাজের তাদের কাছে দাবি জানিয়েছি। ইতিমধ্যেই তারা তাদের উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে। দুই দেশের সম্মতি সাপেক্ষে খুব দ্রুতই আমরা সংস্কার কাজ শুরু করবো।

 

এছাড়া উক্ত বৈঠকে দুই দেশের সীমান্তের চলমান সমস্যা, সীমান্ত হত্যা, মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার রোধসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

 

এই বৈঠকটি দুই দেশের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

 

বৈঠক শেষে, উভয় দেশের প্রতিনিধি দলের মধ্যে সম্পর্ক আরো শক্তিশালী করতে উপহার বিনিময় করা হয়।

 

বৈঠকে বিএসএফ এবং বিজিবির বিভিন্ন কর্মকর্তারা বিজিবির পক্ষে আরো উপস্থিত ছিলেন ৫৮ বিজিবির ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল শাহ মোহাম্মদ আজিজুস শহীদ, চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান, অতিরিক্ত পরিচালক মেজর কাজী আসিফ আহমেদ, কুষ্টিয়া বিজিবি সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্যান্য সদস্যগণ।অপরদিকে বিএসএফের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কমান্ডেন্ট সঞ্জয় প্রসাদ সিং, কমান্ডেন্ট সুনীল কুমার, কমান্ডেন্ট বিপিন পান্থরি, কমান্ডেন্ট বি মধুসূদন রাও, কমান্ডেন্ট সুজিত কুমার, ডেপুটি কমান্ডেন্ট দুর্গেশ কুমার, ডেপুটি কমান্ডেন্ট বিনোদ কুমার, কোম্পানী কমান্ডার ভিতাশী ও কোম্পানী কমান্ডার ভিড পালসহ সংশ্লিষ্টরা।

 

বৈঠক শেষে বিজিবি প্রতিনিধি দল সন্ধ্যায় চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি দিয়ে বাংলাদেশে ফিরে আসে।