মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫

কুড়িগ্রামে সীমান্তের শূন্য রেখায় বিএসএফ’র সিসি ক্যামেরা স্থাপন, বিজিবির প্রতিবাদ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানী সীমান্তে শূন্য রেখায় ভারতীয় বিএসএফ সিসি ক্যামেরা স্থাপন করায় কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

জানা যায়, ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯ এস এর ৯৭৮ নম্বর  সীমানা পিলারের পাশে শূন্য রেখার একটি ইউক্যালিপটাস গাছে রবিবার রাতে বাংলাদেশের দিকে তাক করে একটি সিসি ক্যামেরা স্থাপন করে ভারতীয় বিএসএফ’র ছোট গাড়ল ঝড়া ক্যাম্পের সদস্যরা। পরে সোমবার সকালে স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানালে বিজিবি বিএসএফকে ডেকে এর কড়া প্রতিবাদ জানিয়ে সিসি ক্যামেরা অপসারণ করতে বলে। তবে বিকাল পর্যন্ত বিষয়টি নিয়ে বিজিবি–বিএসএফ’র মধ্যে একাধিকবার আলোচনা হলেও ক্যামেরা খুলে নেয়নি বিএসএফ।

স্থানীয়রা জানান, দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াটারী সীমান্তে অবস্থিত ২শ বছরের পুরাতন আলোচিত দুই দেশের মুসল্লীদের জন্য নির্মিত মসজিদটির পুনঃনির্মাণ চলছে। এই মসজিদকে ঘিরে বিএসএফ মসজিদের সন্নিকটে রাতের আধাঁরে সিসি ক্যামেরা স্থাপন করেছে। যেটি আমাদের নিরাপত্তার জন্য সংকট সৃষ্টি করেছে।

দক্ষিণ বাঁজানি ঝাকুয়াটারী জামে মসজিদের মোয়াজ্জিন আলমগীর হোসেন জানান, দুই’শ বছর ধরে আমাদের এই মসজিদটিতে ভারত–বাংলাদেশের মানুষ নামাজ পড়েন। মসজিদটি আমাদের পূর্ব পুরুষরা স্থাপন করেছেন। দেশভাগের সময় গ্রামের মাঝ দিয়ে সীমান্ত রেখা টানা হলেও আমাদের সম্পর্ক ভাগ হয়নি। তখন থেকে আমরা একসাথে এই মসজিদে নামাজ পড়ি।

মসজিদটি পুরাতন হয়ে যাওয়ায় নতুন করে স্থাপনের উদ্যোগ নেয়া হয়। এতে বিএসএসফ বাঁধা দেয়। তাদের বাঁধায় গত দুই বছর বছর থেকে মসজিদের কাজ বন্ধ রয়েছে। এবার রাতের আধাঁরে তারা সিসি ক্যামেরা লাগিয়ে গেছে। এতে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বিজিবি ক্যামেরা খুলে নিয়ে যেতে বললেও তা করেনি বিএসএফ।

কুড়িগ্রাম ২২ বিজিবির পরিচালক লে: কর্নেল মাসুদুর রহমান জানান, শূন্য রেখায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে বিএসএফকে প্রতিবাদ জানানো হয়েছে। এ নিয়ে তাদের সাথে আলোচনা হয়েছে, তারা ক্যামেরা  অপসারণের আশ্বাস দিয়েছেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular