ইবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্তৃক মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
7

সুবংকর রায়, ইবি প্রতিনিধি

“মেধা ও সত্যতায় গড়বে সবার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন ইবি শাখা ছাত্রশিবির সংগঠন।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ১২ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসএসসি করিডোরে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়। এসময় সকলের ধর্মের শিক্ষার্থীরা তারা তাদের মতামত ও নানা প্রশ্ন উপস্থাপনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইবি শাখার সভাপতি মোঃ মাহমুদুল হাসান, সেক্রেটারি ইউসুব আলী। এছাড়াও উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পংকজ রায় এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউসুব আলী।

সভায় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পংকজ রায় বলেন, আমরা সবাই বাংলাদেশি তাই বাংলাদেশের যথা মাতৃভুমিকে ভালোবেসে মাতৃভুমির উন্নয়নে সবাই মিলেমিশে থাকাটা অত্যন্ত জরুরি। একে আপরের বিপদে আপদে, একে আপরের পাশে থাকব। সমাজের উন্নয়নে দেশ ও জাতির উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ হবো। সকল ধর্মের ভাইয়ের অধিকারগুলির উন্নয়নে আমরা কাজ করব। কেউ যেন নিরাপত্তাহীনতায় না ভুগে সেদিনকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সর্বপরি দেশ ও জাতির কল্যানে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

সনাতন ধর্মাবলম্বী আরেক শিক্ষার্থী তুষার মালাকর বলেন, রোজার মাসে হলের ডাইনিং বন্ধ থাকে। এতে আমরা ছাড়াও অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাড়াও বিপাকে পরেন। এছাড়াও হলে অনেক সময় গরুর মাংস রান্না করা হয় কিন্তু তারা দুরত্ব বজায় রাখে না। যেহেতু আমাদের গরুর মাংস নিয়ে বাঁধা আছে তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয় গুলো দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য।

বৌদ্ধধর্মাবলম্বীর শিক্ষার্থী মন্টু চাকমা বলেন, আমরা এখানে অনেক দুর থেকেই এখানে কয়েকজন পড়ালেখা করি। আপনারা জানেন আমরা পাহাড়ী, আমাদের খাদ্যাভ্যাস, পোশাকআশাক ভিন্ন এবং ভাষাও ভিন্ন। আমরা জন্মলগ্ন থেকেই আমাদের অধিকার নিয়ে আন্দোলন করে আসছি। আমরা ক্যাম্পাসে অন্যান্যদের মতোই স্বাধীন ভাবে চলতে চাই। আশাকরি সে দিকে ইসলামী ছাত্রশিবির লক্ষ্য রাখবেন। আর আপনারা জানেন আমাদের প্রত্যেক হলেই একটা করে রুম বরাদ্দ দেওয়া থাকে কিন্তু শেখ রাসেল হলে আমাদের কোনো রুম নেই তাই একটা রুম ব্যবস্থা করে দেওয়া জন্য ইসলামী ছাত্রশিবিরের দৃষ্টি আকর্ষণ করছি‌।

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের মধ্যে প্রদীপ কুমার দাস বলেন, প্রথমেই ধন্যবাদ জানাই ইসলামী ছাত্রশিবিরের ইবি শাখার নেতৃবৃন্দদের এত সুন্দর আয়োজন করার জন্য। যা আগে কখনো করা হয়েছিল কিনা আমার জানা নেই । আমরা এই বিশ্ববিদ্যালয়ে মেধার ভিত্তিতে চান্স পেয়েছি তাই সকলের স্বাধীন ভাবে চলার অধিকার রয়েছে। তার সাথে আমরা যে ধর্মেরই হই না কেন আমরা দেশের প্রশ্ন কিন্তু এক।
তাই আমি চাই প্রত্যেক ধর্মের মানুষ যেন স্বাধীন ভাবে তাদের ধর্ম পালন করতে পারে সেই দিকে ইসলামী ছাত্রশিবির লক্ষ্য রাখবেঢ় এই প্রত্যাশায় করি।

সবশেষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসান বলেন ইসলামী ছাত্রশিবির শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, একটি আদর্শিক প্রতিষ্ঠান। যে আদর্শ মানুষকে সত্য পথে চলতে সাহায্য করে, যে আদর্শ মানুষ লালন করে, যে আদর্শ মানুষের অধিকার নিশ্চিত করে। সে আদর্শকেই ধারণ ও লালন করে ইসলামী ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। ছাত্রশিবির যত গুলো কাজ করে তার মধ্যে প্রথম লক্ষ্যেই হলো মানুষের অধিকার নিশ্চিত করা‌। আমরা স্বপ্ন দেখি আগামী দিনে সৎ,দক্ষ ও আদর্শিক মানুষ নিয়ে দেশ বিনির্মাণে। এছাড়াও তিনি অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তরের মাধ্যমে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের তাদের ধর্মীয় পালনে আমাদের কোনো আপত্তি নেই। সবাই স্বাধীন ভাবে তাদের নিজ নিজ ধর্ম পালন করবে। পরবর্তীতে তিনি সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন