সাকিব আল হাসান:
চুয়াডাঙ্গায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে পুষ্টি সচেতনতা ও শিখন মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ জানুয়ারি সকাল ১০ টায় আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের নাগদাহ মাধ্যমিক বিদ্যালয়ে এ মেলার আয়োজন করা হয়।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে নিরাপদ মৎস্য ও মৎস্য উৎপাদন এবং বাজারজাতকরণ’শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ‘আত্মবিশ্বাস’ অনুষ্ঠানটি আয়োজন করে।
এ মেলায় পুষ্টি সচেতনতা বিষয়ক ৭ টি স্টল আয়োজন করা হয়। যেখানে ওয়াশ এন্ড সোলার স্টল, লাইভ কুকিং স্টল, উদ্যোক্তা স্টল,ভিটামিন ও মিনারেল স্টল, স্বাস্থ্যকথা স্টল, গর্ভবতী নারী ও শিশুদের জন্য মেডিকেল ক্যাম্প এবং পুরুষদের জন্য মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
এ পুষ্টি সচেতনতা ও শিখন মেলায় নাগদাহ
মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) দেবাশীষ কুমার দাস, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো: মোস্তাফিজুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আবু তালেব,পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ),চুয়াডাঙ্গা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস প্রমুখ।
সকাল ১০ টায় পুষ্টি সচেতনতা ও শিখন মেলার রালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।এরপর মঞ্চে পুষ্টি সচেতনতা বিষয়ক বক্তব্য রাখেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।

































