রবিবার | ১৮ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo আমরা বিএনপি পরিবার’উদ্যোগে সাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তা Logo সাংবাদিকদের ‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, তোপের মুখে বক্তব্য প্রত্যাহার ড. বদিউল আলমের Logo জীবননগরে কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সরঞ্জামাদি বিতরণ Logo জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে : আদিলুর রহমান খান Logo বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত খুবির সাবেক শিক্ষার্থী মুজাহিদ Logo জোট-মহাজোটের বাইরে ইসলামের একক শক্তি হাতপাখা -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহাপুর গ্রামে নবনির্মিত একটি দৃষ্টিনন্দন মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা চলছে, উপস্থিত রয়েছেন তারেক রহমান Logo চাঁদপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

তরুণ শিক্ষার্থীদের নিয়ে রাবিতে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুথ লিডারশিপ সামিট-২০২৫’

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৪:৫৫ অপরাহ্ণ, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
  • ৮০৮ বার পড়া হয়েছে

রাবি প্রতিনিধি:
জাতিসংঘ যুব ও ছাত্র সংগঠন বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী বিভাগের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় দুই শতাধিক তরুণ শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল ইউুথ লিডারশিপ সামিট-২০২৫’। ইভেন্টটির এ বছরের থিম ছিল ‘Leadership in the Face of Global Challenges:Sustainability and Innovation’।

শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে সমাপনী প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান, ছাত্র উপদেষ্টা আমীরুল ইসলাম কনক, রাবির অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অধ্যাপক ড. সাজ্জাদুর রহিম ও বাংলাদেশের কর্পোরেট প্রতিষ্ঠানের প্রায় ১৫জন সদস্য।

এর আগে,গতকাল (শুক্রবার) প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

দুই দিনব্যাপী এ প্রোগ্রামে দুইটি ওয়ার্কশপ, দুইটি প্যানেল ডিসকাশন, একটি প্রবলেম সলভিং সেশন ও একটি প্রেজেন্টশন অনুষ্ঠিত হয়। প্রতিটি প্যানেল থেকে একজন ইমার্জিন লিডার নির্বাচন করে তাদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও সকল অংশগ্রহণকারীকে সনদপত্র প্রদান করা হয়।

তরুণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে রাবির উপ-উপাচার্য মাঈন উদ্দিন খান বলেন, “সংগঠনটি তরুণ শিক্ষার্থীদেরকে বর্তমান চাকরি বাজারের চাহিদা অনুযায়ী যোগ্য হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন শিক্ষামূলক ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষার্থীদের পারদর্শী হিসেবে গড়ে তোলার পাশাপাশি একজন দক্ষ সংগঠক হিসেবে গড়ে তুলতে কাজ করছে ইউনিসেফ। দুই দিনব্যাপী ওয়ার্কশপে যারা অংশগ্রহণ করেছেন তারা অন্যদের থেকে একধাপ এগিয়ে আছেন। এসময় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানান তিনি।”

এসময় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এ প্রোগ্রামে অংশ নেয়।

উল্লেখ্য, রাজশাহী বিভাগে জাতিসংঘ যুব ও ছাত্র সংগঠন বাংলাদেশ (ইউনিস্যাব) এর সিগনেচার ইভেন্ট হচ্ছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের জন্য নেতৃত্বদানের দক্ষতা বিকাশ এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করার এক অনন্য সুযোগ তৈরি করা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তরুণ শিক্ষার্থীদের নিয়ে রাবিতে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুথ লিডারশিপ সামিট-২০২৫’

আপডেট সময় : ০৮:৪৪:৫৫ অপরাহ্ণ, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

রাবি প্রতিনিধি:
জাতিসংঘ যুব ও ছাত্র সংগঠন বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী বিভাগের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় দুই শতাধিক তরুণ শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল ইউুথ লিডারশিপ সামিট-২০২৫’। ইভেন্টটির এ বছরের থিম ছিল ‘Leadership in the Face of Global Challenges:Sustainability and Innovation’।

শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে সমাপনী প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান, ছাত্র উপদেষ্টা আমীরুল ইসলাম কনক, রাবির অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অধ্যাপক ড. সাজ্জাদুর রহিম ও বাংলাদেশের কর্পোরেট প্রতিষ্ঠানের প্রায় ১৫জন সদস্য।

এর আগে,গতকাল (শুক্রবার) প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

দুই দিনব্যাপী এ প্রোগ্রামে দুইটি ওয়ার্কশপ, দুইটি প্যানেল ডিসকাশন, একটি প্রবলেম সলভিং সেশন ও একটি প্রেজেন্টশন অনুষ্ঠিত হয়। প্রতিটি প্যানেল থেকে একজন ইমার্জিন লিডার নির্বাচন করে তাদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও সকল অংশগ্রহণকারীকে সনদপত্র প্রদান করা হয়।

তরুণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে রাবির উপ-উপাচার্য মাঈন উদ্দিন খান বলেন, “সংগঠনটি তরুণ শিক্ষার্থীদেরকে বর্তমান চাকরি বাজারের চাহিদা অনুযায়ী যোগ্য হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন শিক্ষামূলক ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষার্থীদের পারদর্শী হিসেবে গড়ে তোলার পাশাপাশি একজন দক্ষ সংগঠক হিসেবে গড়ে তুলতে কাজ করছে ইউনিসেফ। দুই দিনব্যাপী ওয়ার্কশপে যারা অংশগ্রহণ করেছেন তারা অন্যদের থেকে একধাপ এগিয়ে আছেন। এসময় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানান তিনি।”

এসময় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এ প্রোগ্রামে অংশ নেয়।

উল্লেখ্য, রাজশাহী বিভাগে জাতিসংঘ যুব ও ছাত্র সংগঠন বাংলাদেশ (ইউনিস্যাব) এর সিগনেচার ইভেন্ট হচ্ছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের জন্য নেতৃত্বদানের দক্ষতা বিকাশ এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করার এক অনন্য সুযোগ তৈরি করা।