শীতকালীন ছুটির পর খুলছে ইবি তীব্র শীতে জবুথবু ক্যাম্পাস 

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:২৬:১৩ অপরাহ্ণ, রবিবার, ৫ জানুয়ারি ২০২৫
  • ৭৪২ বার পড়া হয়েছে

সুবংকর রায় (ইবি সংবাদদাতা)

দীর্ঘ ১৬ দিন শীতকালীন ছুটির পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে একাডেমিক কার্যক্রম। আজ থেকেই সব বিভাগের ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, গত ২১ ডিসেম্বর (শনিবার) থেকে ১লা জানুয়ারি (বুধবার) শীতকালীন অবকাশ ও বড়দিন উদযাপন উপলক্ষ্যে সাপ্তাহিক ছুটিসহ ১৬ দিনের ছুটি থাকার পরে আজ খুলছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

আজ সকাল ৯ টা থেকেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ভরপুর হয়ে উঠেছে শিক্ষার্থীদের আনাগোনায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তীব্র কনকনে শীতকে হার মানিয়ে যোগ দিয়েছে ক্লাস ও পরীক্ষায়। নতুন বছরে নতুন উচ্ছাসে ছুটি কাটিয়ে এরইমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের আবাসিক হলে ফিরেছেন।

এদিকে ছুটির পর ক্যাম্পাস খোলাতে আবারো সেই আগের মতোই ব্যস্ততার মধ্যে সময় পার করছেন ঝাল চত্বরের খাবারের হোটেল গুলো। এছাড়াও ক্যাম্পাসের অন্যান্য জায়গায় ,গুলোতেও রয়েছে শিক্ষার্থীদের আনাগোনা।

উল্লেখ্য যে, ক্যাম্পাস বন্ধ থাকায় অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তায় ক্যাম্পাসে প্রবেশাধিকার সীমিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাস খুলে যাওয়ায় এ নিষেধাজ্ঞা বাতিল করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শীতকালীন ছুটির পর খুলছে ইবি তীব্র শীতে জবুথবু ক্যাম্পাস 

আপডেট সময় : ০৫:২৬:১৩ অপরাহ্ণ, রবিবার, ৫ জানুয়ারি ২০২৫

সুবংকর রায় (ইবি সংবাদদাতা)

দীর্ঘ ১৬ দিন শীতকালীন ছুটির পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে একাডেমিক কার্যক্রম। আজ থেকেই সব বিভাগের ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, গত ২১ ডিসেম্বর (শনিবার) থেকে ১লা জানুয়ারি (বুধবার) শীতকালীন অবকাশ ও বড়দিন উদযাপন উপলক্ষ্যে সাপ্তাহিক ছুটিসহ ১৬ দিনের ছুটি থাকার পরে আজ খুলছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

আজ সকাল ৯ টা থেকেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ভরপুর হয়ে উঠেছে শিক্ষার্থীদের আনাগোনায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তীব্র কনকনে শীতকে হার মানিয়ে যোগ দিয়েছে ক্লাস ও পরীক্ষায়। নতুন বছরে নতুন উচ্ছাসে ছুটি কাটিয়ে এরইমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের আবাসিক হলে ফিরেছেন।

এদিকে ছুটির পর ক্যাম্পাস খোলাতে আবারো সেই আগের মতোই ব্যস্ততার মধ্যে সময় পার করছেন ঝাল চত্বরের খাবারের হোটেল গুলো। এছাড়াও ক্যাম্পাসের অন্যান্য জায়গায় ,গুলোতেও রয়েছে শিক্ষার্থীদের আনাগোনা।

উল্লেখ্য যে, ক্যাম্পাস বন্ধ থাকায় অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তায় ক্যাম্পাসে প্রবেশাধিকার সীমিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাস খুলে যাওয়ায় এ নিষেধাজ্ঞা বাতিল করা হয়।