বগুড়ায় ফেনসিডিলসহ আ. লীগ নেতা গ্রেপ্তার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৩৬:১০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • ৭২১ বার পড়া হয়েছে

বগুড়ার ধুনট উপজেলায় নাশকতা মামলায় বুলটন খন্দকার (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার থেকে ৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বুলটন খন্দকার উপজেলার শাহদহ গ্রামের আল মাহমুদ খন্দকারের ছেলে। তিনি উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার নামে থানায় নাশকতার দুইটি মামলা রয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে ওই মামলায় অভিযান চালিয়ে শাহদহ গ্রামের ব্রিজ এলাকা থেকে বুলটনকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে বুলটন খন্দকারের বিরুদ্ধে থানায় আরও ২টি মামলা রয়েছে।

ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। তার বিরুদ্ধে থানায় আগের দুইটি মামলা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ফেনসিডিলসহ আ. লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৩৬:১০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

বগুড়ার ধুনট উপজেলায় নাশকতা মামলায় বুলটন খন্দকার (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার থেকে ৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বুলটন খন্দকার উপজেলার শাহদহ গ্রামের আল মাহমুদ খন্দকারের ছেলে। তিনি উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার নামে থানায় নাশকতার দুইটি মামলা রয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে ওই মামলায় অভিযান চালিয়ে শাহদহ গ্রামের ব্রিজ এলাকা থেকে বুলটনকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে বুলটন খন্দকারের বিরুদ্ধে থানায় আরও ২টি মামলা রয়েছে।

ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। তার বিরুদ্ধে থানায় আগের দুইটি মামলা রয়েছে।