স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী দর্শনা থেকে স্বর্ণের বার সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে বিজিবি। সেই সঙ্গে নগদ টাকা, ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের নাম্বার প্লেট, চোরাচালান কাজে ব্যবহৃত মোটরসাইকেলে খালী ব্যাটারি, মোবাইল ফোন সেট, ব্যবহৃত ভারতীয় মোবাইল ফোন সিম, ব্যাংকের চেক বই ও একটি কালো রঙের টিভিএস এ্যাপাচি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এছাড়া স্বর্ণ চোরাকারবারী দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের আইয়ুব আলীর ছেলে হেলাল উদ্দিন (২৮) ও পারকৃষ্ণপুর গ্রামের আশরাফুলের ছেলে সৌরভকে (১৬) আটক করা হয়। শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৩টায় এগুলো উদ্ধার ও আটকের ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে.কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি শুক্রবার বেলা ২টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপনে খবর পেয়ে দর্শনা বিওপির বিশেষ টহল কমান্ডার নায়েক জিয়াউর রহমানসহ একদল বিজিবি সদস্য সীমান্ত খুঁটির ৭৫/৩-এস হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দর্শনা বাজারের লিয়াকত আলী মার্কেটের ৫ নম্বর দোকান আব্দুল্লাহ আল-আমিন অটোয় অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে স্বর্ণ বার সাদৃশ্য তৈরী করা সোনালী রঙের ১২টি লোহার টুকরা ও একই ধরনের রঙ বিহীন ৪টি লোহার টুকরা উদ্ধার করা হয়।
সেই সঙ্গে নগদ ২ লাখ ৩৪ হাজার ১৫০ টাকা, বিভিন্ন নামে ৩টি ড্রাইভিং লাইসেন্স, ১টি স্বর্ণ চোরাচালান কাজে ব্যবহৃত মোটরসাইকেলের খালী ব্যাটারি, ৩টি মোটরসাইকেলের নাম্বার প্লেট, জনতা ব্যাংকের ১টি চেক বই, আইএফআইসি ব্যাংকের ১টি চেক বই, অপ্পো এ৩এস মডেলের ১টি মোবাইল ফোন সেট, স্যামসাং এ৫২এস মডেলের ১টি মোবাইল ফোন সেট, ১টি স্যামসাং ও ১টি লাভা বাটন মোবাইল ফোন সেট, ১টি ব্যবহৃত ভারতীয় মোবাইল ফোন সিম ও ১টি কালো রঙের টিভিএস এ্যাপাচি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ব্যাপারে নায়েক জিয়াউর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেছে বলে তিনি জানান।








































