মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে মশাল মিছিলটি বের হয়। এটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি মনিরুল ইসলাম, আল আমিন, ফাতেমা রহমান বিথি, আল আমিন সিয়াম, ফরাশ, ফারদিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মশাল মিছিল শেষ করে সংক্ষিপ্ত আলোচনা সভা করে তারা।
এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তোলেন।