হুসাইন মালিক :
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে মিছিল করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল।
আজ সন্ধা ৭ টার দিকে চুয়াডাঙ্গা জেলা শহরের শহীদ হাসান চত্বরের মুক্ত মঞ্চ থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ আবুল কাশেম সড়কের পৌরসভা মোড় ঘুরে আবার শহীদ হাসান চত্বরে এসে মিছিলটি শেষ হয়।
জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমানের নেতৃত্বে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেয় মিছিলে।
উল্লেখ্য, ১৪ বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন হতে যাচ্ছে। ২৩ নভেম্বর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে জেলা বিএনপির নেতা-কর্মীর মধ্যে এক ধরনের উচ্ছ্বাস দেখা যাচ্ছে। এর আগে ২০১০ সালে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিলিমা বিশ্বাস মিলির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এবং সাংগঠনিক সম্পাদক পদে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সফিকুল ইসলাম পিটু, দামুড়হুদা উপজেলা বিএনপির নেতা মোহা. খালিদ মাহমুদ, জেলা যুবদলের অর্থ সম্পাদক মো. মোমিনুর রহমান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মীর্জা ফরিদুল ইসলাম শিপলু মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন, আন্দোলন সংগ্রাম, মামলা, হামলা, গ্রেপ্তারের কারণে নির্ধারিত সময়ে সম্মেলন করতে পারেনি জেলা বিএনপি। খানিকটা দেরিতে হলেও এবার জেলা বিএনপি বড় আয়োজনে সম্মেলন করতে যাচ্ছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির ইতিহাসে কোনো খোলা ময়দানে এতবড় আয়োজনে সম্মেলন এই প্রথম।