হাতব্যাগ থেকে ১২৩ ককটেল উদ্ধার, নিষ্ক্রিয় করলো ডিসপোজাল ইউনিট

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৪:৪১ অপরাহ্ণ, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • ৭১৯ বার পড়া হয়েছে

নয় ঘণ্টা পরে শরীয়তপুরের ডামুড্ডায় সড়কের পাশে থাকা ১০টি ব্যাগে ভর্তি ১২৩ টি ককটেল বোমা বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে পুলিশের বোমা ডিসপোজাল টিম।

খবর পেয়ে এই টিমের ৭ জন সদস্য সোমবার (১১ নভেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার ধানকাঠি ইউনিয়নের আকাল বরিশ গ্রামে ঘটনাস্থলে পৌঁছায়। পরে তারা পড়ে থাকা ব্যাগ ভর্তি বোমা একত্রিত করে মাটি গর্ত করে বিশেষ পদ্ধতিতে নিরাপদ ভাবে সন্ধ্যা সোয়া ৬ টার দিকে নিষ্ক্রিয় করেন। এ সময়ে বিকট শব্দে এলাকায় কম্পিত হয়। পুলিশ, সেনা সদস্য, সাংবাদিকসহ স্থানীয় সকলকে নিরাপদ দূরত্বে রাখেন।

সোমবার সকালে উপজেলার আকালবরিশ এলাকায় ১০টি হাতব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দুটি ব্যাগের ভেতরে বেশ কিছু বোমা সাদৃশ্য বস্তু বের হয়ে থাকলে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পরবর্তীতে বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হলে সেনাবাহিনীর একটি বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশের বোম ডিস্পোজাল ইউনিটের একটি বিশেষ টিম ঘটনাস্থলে এসে ককটেল বোমা নিষ্ক্রিয় করে দিনের কার্যক্রম শেষ করেন।

সহকারী পুলিশ সুপার ভেদেরগঞ্জ উপজেলা সার্কেল মুশফিকুর রহমান বলেন, আমরা সকালেই তথ্য পেয়ে ঘটনাস্থলে আসি এবং সেনা সদস্যরাও আসেন। এখানে দুষ্কৃতকারীরা কালো ব্যাগে করে ককটেল বোমা রেখে যায়। পরে আমরা পুলিশের বোমা ডিসপোজাল ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরিরিজম ইউনিট টিম আসার জন্য খবর দেই। পরে তারা ঘটনাস্থলে এসে বোমা ভর্তি ব্যাগগুলো একত্রিত করে মাটিতে গর্ত করে নিষ্ক্রিয় করেন। আমরা তদন্ত করছি দুষ্কৃতকারীরা কি উদ্দেশ্যে এখানে বোমা রেখেছে পরবর্তীতে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাতব্যাগ থেকে ১২৩ ককটেল উদ্ধার, নিষ্ক্রিয় করলো ডিসপোজাল ইউনিট

আপডেট সময় : ০৮:৪৪:৪১ অপরাহ্ণ, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

নয় ঘণ্টা পরে শরীয়তপুরের ডামুড্ডায় সড়কের পাশে থাকা ১০টি ব্যাগে ভর্তি ১২৩ টি ককটেল বোমা বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে পুলিশের বোমা ডিসপোজাল টিম।

খবর পেয়ে এই টিমের ৭ জন সদস্য সোমবার (১১ নভেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার ধানকাঠি ইউনিয়নের আকাল বরিশ গ্রামে ঘটনাস্থলে পৌঁছায়। পরে তারা পড়ে থাকা ব্যাগ ভর্তি বোমা একত্রিত করে মাটি গর্ত করে বিশেষ পদ্ধতিতে নিরাপদ ভাবে সন্ধ্যা সোয়া ৬ টার দিকে নিষ্ক্রিয় করেন। এ সময়ে বিকট শব্দে এলাকায় কম্পিত হয়। পুলিশ, সেনা সদস্য, সাংবাদিকসহ স্থানীয় সকলকে নিরাপদ দূরত্বে রাখেন।

সোমবার সকালে উপজেলার আকালবরিশ এলাকায় ১০টি হাতব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দুটি ব্যাগের ভেতরে বেশ কিছু বোমা সাদৃশ্য বস্তু বের হয়ে থাকলে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পরবর্তীতে বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হলে সেনাবাহিনীর একটি বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশের বোম ডিস্পোজাল ইউনিটের একটি বিশেষ টিম ঘটনাস্থলে এসে ককটেল বোমা নিষ্ক্রিয় করে দিনের কার্যক্রম শেষ করেন।

সহকারী পুলিশ সুপার ভেদেরগঞ্জ উপজেলা সার্কেল মুশফিকুর রহমান বলেন, আমরা সকালেই তথ্য পেয়ে ঘটনাস্থলে আসি এবং সেনা সদস্যরাও আসেন। এখানে দুষ্কৃতকারীরা কালো ব্যাগে করে ককটেল বোমা রেখে যায়। পরে আমরা পুলিশের বোমা ডিসপোজাল ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরিরিজম ইউনিট টিম আসার জন্য খবর দেই। পরে তারা ঘটনাস্থলে এসে বোমা ভর্তি ব্যাগগুলো একত্রিত করে মাটিতে গর্ত করে নিষ্ক্রিয় করেন। আমরা তদন্ত করছি দুষ্কৃতকারীরা কি উদ্দেশ্যে এখানে বোমা রেখেছে পরবর্তীতে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।