শিরোনাম :
Logo সামাজিক মাধ্যমে অপপ্রচারে জর্জরিত দেশের শিল্পাঙ্গন বিনোদন প্রতিবেদন Logo ইবি কারাতে ক্লাবের নেতৃত্বে নোমান-সাদিয়া Logo গৌরবের অষ্টম বর্ষে আলোর দিশার পদার্পণে থাকছে নানা আয়োজন Logo শিক্ষার্থীদের রিটেক সমস্যা সমাধানে গাফিলতির অভিযোগ যবিপ্রবি প্রশাসনের বিরুদ্ধে  Logo নতুন ভবনেই বদলে যাবে সফিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র” Logo ভুয়া নিয়োগপত্রে প্রতারণা: সিরাজগঞ্জের যুবকের কাছ থেকে আদায় ২১ লাখ ৭০ হাজার টাকা Logo সাতক্ষীরায় ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত Logo কয়রায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত Logo পলাশবাড়ীর পল্লীতে সাপের দংশনে কিশোরীর মৃত্যু Logo চাঁদপুর জেলা পুলিশের প্রচেষ্টায় এক বছরে ১ হাজার ১৪১টি হারানো মোবাইল ফোন উদ্ধার

দাবি না মেনে চাকরিচ্যুতির প্রতিবাদে পল্লী বিদ্যুৎ কর্মীদের ব্ল্যাকআউট-১২ ঘণ্টার আল্টিমেটাম।

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৫৮:৪৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • ৭৫১ বার পড়া হয়েছে

পল্লী বিদ্যুৎ সমিতির (পিবিএস) বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা বলেছেন, ১২ ঘণ্টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করবেন।

দাবি না মেনে উলটো আন্দোলনের সমন্বয়কদের চাকরিচ্যুতি ও গ্রেপ্তারের প্রতিবাদে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মচারীরা।

পল্লী বিদ্যুৎ সমিতির (পিবিএস) বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা এক বিবৃতিতে বলেছেন, আগামী ১২ ঘণ্টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ এবং ঢাকা অভিমুখে ‘লং মার্চ’ কর্মসূচি পালন করা হবে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা জানুয়ারি মাস থেকে জরুরি সেবা চালু রেখে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছিলেন। কিন্তু কর্তৃপক্ষের তরফ থেকে দাবি মেনে না নেয়ায় তারা এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

আজ (১৭ অক্টোবর) আন্দোলনের চার সমন্বয়ক এক বিবৃতিতে দুটি প্রধান দাবি তুলে ধরেছেন: প্রথমত, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) চেয়ারম্যানকে অপসারণ করা এবং দ্বিতীয়ত, ২০ জন চাকরিচ্যুত কর্মীকে পুনর্বহাল এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা।

ব্ল্যাকআউটের বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (কারিগরি) মো. আবু ছায়েম বলেন, ‘আমরা অফিসিয়ালি কোনো ব্ল্যাকআউট কর্মসূচি পালন করিনি। তবে আজকে আমাদের মহাব্যবস্থাপক মুকুল হোসেন ও উপ-মহাব্যবস্থাপক আসাদুজ্জামান ভূইয়াকে কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই বরখাস্ত করা হয়েছে। এজন্য আমাদের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। আমরা কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি’।

আন্দোলনকারীরা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা, বিদ্যুৎ উপদেষ্টা ও বিদ্যুৎ সচিবের সাথে আলোচনা করার জন্য চিঠি পাঠানো হলেও এখনও পর্যন্ত কেউ সাড়া দেননি।

এদিকে, ব্লাকআউটের ফলে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে ১৭টির গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় আছেন, যার মধ্যে রয়েছে নেত্রকোণা, ঢাকা-১, ঢাকা-২, বরিশাল-১, কুমিল্লা-১, কুমিল্লা-২, কুমিল্লা-৩, কুমিল্লা-৪, মাগুরা এবং ব্রাহ্মণবাড়িয়া। এই পরিস্থিতিতে প্রায় ১ কোটি ২০ লাখ গ্রাহকের দৈনন্দিন জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। তারা এই পরিস্থিতির দ্রুত সমাধান দাবি করছেন।

এর মধ্যে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১, ২, ৩ ও ৪ এলাকায় বৃহস্পতিবার বেলা ১২টা থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয় পদুয়ার বাজার বিশ্বরোডে সমিতির কর্মচারীরা জড়ো হয়ে সকাল থেকে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মোস্তাফিজুর রহমান বলেন, কর্মচারীরা ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। গ্রেপ্তার হওয়া কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়া এবং চাকরিচ্যুত জিএমদের (জেনারেল ম্যানেজার) পুনর্বহাল না করলে আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

অন্যদিকে, কুমিল্লায় পল্লী বিদ্যুৎ সমিতির (পিবিএস) আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকলেও সরকারি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আওতাভুক্ত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামাজিক মাধ্যমে অপপ্রচারে জর্জরিত দেশের শিল্পাঙ্গন বিনোদন প্রতিবেদন

দাবি না মেনে চাকরিচ্যুতির প্রতিবাদে পল্লী বিদ্যুৎ কর্মীদের ব্ল্যাকআউট-১২ ঘণ্টার আল্টিমেটাম।

আপডেট সময় : ০২:৫৮:৪৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

পল্লী বিদ্যুৎ সমিতির (পিবিএস) বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা বলেছেন, ১২ ঘণ্টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করবেন।

দাবি না মেনে উলটো আন্দোলনের সমন্বয়কদের চাকরিচ্যুতি ও গ্রেপ্তারের প্রতিবাদে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মচারীরা।

পল্লী বিদ্যুৎ সমিতির (পিবিএস) বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা এক বিবৃতিতে বলেছেন, আগামী ১২ ঘণ্টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ এবং ঢাকা অভিমুখে ‘লং মার্চ’ কর্মসূচি পালন করা হবে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা জানুয়ারি মাস থেকে জরুরি সেবা চালু রেখে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছিলেন। কিন্তু কর্তৃপক্ষের তরফ থেকে দাবি মেনে না নেয়ায় তারা এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

আজ (১৭ অক্টোবর) আন্দোলনের চার সমন্বয়ক এক বিবৃতিতে দুটি প্রধান দাবি তুলে ধরেছেন: প্রথমত, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) চেয়ারম্যানকে অপসারণ করা এবং দ্বিতীয়ত, ২০ জন চাকরিচ্যুত কর্মীকে পুনর্বহাল এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা।

ব্ল্যাকআউটের বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (কারিগরি) মো. আবু ছায়েম বলেন, ‘আমরা অফিসিয়ালি কোনো ব্ল্যাকআউট কর্মসূচি পালন করিনি। তবে আজকে আমাদের মহাব্যবস্থাপক মুকুল হোসেন ও উপ-মহাব্যবস্থাপক আসাদুজ্জামান ভূইয়াকে কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই বরখাস্ত করা হয়েছে। এজন্য আমাদের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। আমরা কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি’।

আন্দোলনকারীরা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা, বিদ্যুৎ উপদেষ্টা ও বিদ্যুৎ সচিবের সাথে আলোচনা করার জন্য চিঠি পাঠানো হলেও এখনও পর্যন্ত কেউ সাড়া দেননি।

এদিকে, ব্লাকআউটের ফলে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে ১৭টির গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় আছেন, যার মধ্যে রয়েছে নেত্রকোণা, ঢাকা-১, ঢাকা-২, বরিশাল-১, কুমিল্লা-১, কুমিল্লা-২, কুমিল্লা-৩, কুমিল্লা-৪, মাগুরা এবং ব্রাহ্মণবাড়িয়া। এই পরিস্থিতিতে প্রায় ১ কোটি ২০ লাখ গ্রাহকের দৈনন্দিন জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। তারা এই পরিস্থিতির দ্রুত সমাধান দাবি করছেন।

এর মধ্যে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১, ২, ৩ ও ৪ এলাকায় বৃহস্পতিবার বেলা ১২টা থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয় পদুয়ার বাজার বিশ্বরোডে সমিতির কর্মচারীরা জড়ো হয়ে সকাল থেকে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মোস্তাফিজুর রহমান বলেন, কর্মচারীরা ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। গ্রেপ্তার হওয়া কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়া এবং চাকরিচ্যুত জিএমদের (জেনারেল ম্যানেজার) পুনর্বহাল না করলে আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

অন্যদিকে, কুমিল্লায় পল্লী বিদ্যুৎ সমিতির (পিবিএস) আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকলেও সরকারি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আওতাভুক্ত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।