শিরোনাম :
Logo সবচেয়ে টেকসই টেলিকম কোম্পানির স্বীকৃতি পেল গ্রামীণফোন Logo বর্ষায় মসলা সংরক্ষণের ৫ উপায় Logo ৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুরে মিলল শিক্ষার্থীর মরদেহ Logo সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ Logo অর্থের বিনিময়ে পলাশবাড়ীর খাদ্যবান্ধব ডিলার নিয়োগ দিয়ে লাপাত্তা টিসিএফ Logo ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিক্ষার্থীর মৃত্যু; শিক্ষার্থীরা রাবি মেডিকেলের নাম দিল নাপা সেন্টার Logo জাতির উন্নতির জন্য জাতীয় ঐক্য প্রয়োজন – মির্জা গালিব Logo গোপালগঞ্জে চলমান কারফিউ’র মেয়াদ বাড়লো Logo লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী সচেতনতামূলক সভা মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয় ………….সাখাওয়াত জামিল সৈকত

নতুন বছরেই শিক্ষা কার্যক্রম শুরু করতে চান নবনিযুক্ত ভিসি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৯:৪৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • ৭৪০ বার পড়া হয়েছে

সব প্রতিবন্ধকতা কাটিয়ে নতুন বছরেই নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু করার আশ্বাস দিয়েছেন নবনিযুক্ত উপাচার্য (ভিসি) ড. মো. হাছানাত আলী। তিনি জানান, বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে। সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে আধুনিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলাই এখন মূল চ্যালেঞ্জ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।

ড. মো. হাছানাত আলী বলেন, বিশ্বে দ্বিতীয় বিশ্ববিদ্যালয় ছিল নওগাঁর সোমপুর বিশ্ববিদ্যালয়। এটি ইতিহাসেরই একটি অংশ। তাই এখানে এমন একটি বিশ্ববিদ্যালয় হওয়া উচিত যেটি আগামী দিনে ইতিহাসের আরেকটি অংশ হবে। এই স্বপ্ন নিয়েই যাত্রা শুরু হলো। স্বপ্নের পক্ষে দীপ্ত পায়ে এগিয়ে যাওয়ার এ যাত্রায় নওগাঁবাসী ও সাংবাদিক সমাজের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, এখানে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থাকলেও কোনো ক্যাম্পাস বা অবকাঠামো নেই। এরপরেও শিক্ষা কার্যক্রম দ্রুত চালু করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পরিচিতি দ্রুত সময়ের মধ্যে বাড়ানো হবে। আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন শিক্ষক। তাই বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের পড়াতে পারলে সেদিনই আমি তৃপ্তি পাব।

মতবিনিময় সভা শুরুর আগে নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) ড. আবুল কালাম আজাদ সদ্য যোগদান করা ভিসি ড. মো. হাছানাত আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোসহ দায়িত্ব হস্তান্তর করেন। পরে মতবিনিময় সভায় সাবেক ও বর্তমান ভিসি ছাড়াও অন্যদের মধ্যে নওগাঁর জেলা প্রশাসক আব্দুল আউয়াল, পুলিশ সুপার কুতুব উদ্দিন, নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শামসুল আলম বক্তব্য রাখেন।

এসময় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মী, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ড. মো. হাছানাত আলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের (আইবিএ) অধ্যাপক ছিলেন। গত ৬ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়। চার বছরের জন্য ড. মো. হাছানাত আলীকে এ নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবচেয়ে টেকসই টেলিকম কোম্পানির স্বীকৃতি পেল গ্রামীণফোন

নতুন বছরেই শিক্ষা কার্যক্রম শুরু করতে চান নবনিযুক্ত ভিসি

আপডেট সময় : ০৮:০৯:৪৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

সব প্রতিবন্ধকতা কাটিয়ে নতুন বছরেই নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু করার আশ্বাস দিয়েছেন নবনিযুক্ত উপাচার্য (ভিসি) ড. মো. হাছানাত আলী। তিনি জানান, বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে। সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে আধুনিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলাই এখন মূল চ্যালেঞ্জ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।

ড. মো. হাছানাত আলী বলেন, বিশ্বে দ্বিতীয় বিশ্ববিদ্যালয় ছিল নওগাঁর সোমপুর বিশ্ববিদ্যালয়। এটি ইতিহাসেরই একটি অংশ। তাই এখানে এমন একটি বিশ্ববিদ্যালয় হওয়া উচিত যেটি আগামী দিনে ইতিহাসের আরেকটি অংশ হবে। এই স্বপ্ন নিয়েই যাত্রা শুরু হলো। স্বপ্নের পক্ষে দীপ্ত পায়ে এগিয়ে যাওয়ার এ যাত্রায় নওগাঁবাসী ও সাংবাদিক সমাজের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, এখানে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থাকলেও কোনো ক্যাম্পাস বা অবকাঠামো নেই। এরপরেও শিক্ষা কার্যক্রম দ্রুত চালু করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পরিচিতি দ্রুত সময়ের মধ্যে বাড়ানো হবে। আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন শিক্ষক। তাই বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের পড়াতে পারলে সেদিনই আমি তৃপ্তি পাব।

মতবিনিময় সভা শুরুর আগে নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) ড. আবুল কালাম আজাদ সদ্য যোগদান করা ভিসি ড. মো. হাছানাত আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোসহ দায়িত্ব হস্তান্তর করেন। পরে মতবিনিময় সভায় সাবেক ও বর্তমান ভিসি ছাড়াও অন্যদের মধ্যে নওগাঁর জেলা প্রশাসক আব্দুল আউয়াল, পুলিশ সুপার কুতুব উদ্দিন, নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শামসুল আলম বক্তব্য রাখেন।

এসময় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মী, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ড. মো. হাছানাত আলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের (আইবিএ) অধ্যাপক ছিলেন। গত ৬ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়। চার বছরের জন্য ড. মো. হাছানাত আলীকে এ নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।