২৬ বোতল মদসহ একজন গ্রেপ্তার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৫৮:১১ অপরাহ্ণ, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৩০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ঢাকাগামী পরিবহনে অভিযান চালিয়ে ২৬ বোতল মদসহ সেলিম গাজী (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল শুক্রবার বেলা পৌনে তিনটার দিকে বড় বাজার ট্রাফিক পুলিশ বক্সের সামনে পূর্বাশা পরিবহনের একটি বাসে অভিযান চালালে ২৬ বোতল মদসহ সেলিম গাজী আটক হন। তিনি চাঁদপুর সদর উপজেলার বিঞ্চপুর গ্রামের ফজলু হক গাজীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে পূর্বাশা পরিবহনে একটি বড় মদের চালান ঢাকার দিকে যাচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বড় বাজার হাসান চত্বর ট্রাফিক বক্সের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দর্শনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে দুটি কার্টুন ভর্তি ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার হয়। এসময় সেলিম গাজীকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কার্টুন ভর্তি মদ তার নিজের বলে স্বীকার করেন সেলিম গাজী।

গতকালই পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। সংশ্লিষ্ট মামলায় আজ তাকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় সদর থানা পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২৬ বোতল মদসহ একজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৫৮:১১ অপরাহ্ণ, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় ঢাকাগামী পরিবহনে অভিযান চালিয়ে ২৬ বোতল মদসহ সেলিম গাজী (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল শুক্রবার বেলা পৌনে তিনটার দিকে বড় বাজার ট্রাফিক পুলিশ বক্সের সামনে পূর্বাশা পরিবহনের একটি বাসে অভিযান চালালে ২৬ বোতল মদসহ সেলিম গাজী আটক হন। তিনি চাঁদপুর সদর উপজেলার বিঞ্চপুর গ্রামের ফজলু হক গাজীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে পূর্বাশা পরিবহনে একটি বড় মদের চালান ঢাকার দিকে যাচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বড় বাজার হাসান চত্বর ট্রাফিক বক্সের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দর্শনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে দুটি কার্টুন ভর্তি ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার হয়। এসময় সেলিম গাজীকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কার্টুন ভর্তি মদ তার নিজের বলে স্বীকার করেন সেলিম গাজী।

গতকালই পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। সংশ্লিষ্ট মামলায় আজ তাকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় সদর থানা পুলিশ।