জীবননগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে ‘নির্যাতন’

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:০৬:০৬ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৩০ বার পড়া হয়েছে

জীবননগর পৌর শহরের পুরাতন লক্ষ্মীপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জীবননগর পৌরসভার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূ হাসপাতালে চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি এখন উপজেলা সীমান্ত ইউনিয়নের নতুনপাড়ায় বাবার বাড়িতে অবস্থান করছেন।

এলাকাবাসী সূত্র জানা যায়, জীবননগর পৌর শহরের পুরাতন লক্ষ্মীপুরের আলাউদ্দিন ফারুকের ছেলে মারুফ হোসেনের (২৫) সাথে উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়ার দিনমজুর মহিদুল ইসলামের মেয়ে রুমি খাতুনের (২০) গত চার বছর আগে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে রাহ (২) নামের একটি পুত্র সন্তান রয়েছে।

গৃহবধূ রুমি খাতুন বলেন, ‘বিয়ের পর থেকে আমাকে যৌতুকের জন্য আমার স্বামীসহ তার পরিবারের লোকজন নানাভাবে অত্যাচার-নির্যাতন করে আসছে। আমার বাবা-মা সাধ্যমতো আমার স্বামীকে নগদ এক লাখ টাকাসহ বিভিন্ন আসবাবপত্র দিয়েছে। তারপরও তারা আমাকে অত্যাচার-নির্যাতন করে আসছে। কিছুদিন ধরে তারা আমার নিকট টাকা-পয়সা দাবি করে আসছে। কিন্তু এবার আর আমি বাবা-মায়ের বাড়ি থেকে টাকা আনতে রাজি হইনি।

যে কারণে আমার স্বামী মারুফ হোসেন, শাশুড়ী মালেকা খাতুন, নানী শাশুড়ী আনোয়ারা ও মামা শ্বশুর আনারুল হক আমাকে নানাভাবে অত্যাচার-নির্যাতন ও গালিগালাজ করে আসছে। আমি প্রতিবাদ করলে তারা আমাকে সকাল ১০টার দিকে দুই দফায় মারপিট করে। আমার স্বামী-শাশুড়ী ও তাদের আত্মীয়-স্বজন এতটাই ভয়ংকর যে, প্রতিবেশীদের সামনে আমাকে দুই দফায় অত্যাচার নির্যাতন করলেও তারা আমাকে ঠেকাতে আসতে সাহস পায়নি। এ ঘটনার পর আমার মা আমাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছে।’

জীবননগর পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর জামাল হোসেন খোকন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমাকে কোনো পক্ষ বলেনি। উভয়পক্ষ শান্তিপূর্ণ সমাধান চাইলে স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়া যেতে পারে।’

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবিদ হাসান বলেন, ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে ‘নির্যাতন’

আপডেট সময় : ০১:০৬:০৬ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

জীবননগর পৌর শহরের পুরাতন লক্ষ্মীপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জীবননগর পৌরসভার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূ হাসপাতালে চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি এখন উপজেলা সীমান্ত ইউনিয়নের নতুনপাড়ায় বাবার বাড়িতে অবস্থান করছেন।

এলাকাবাসী সূত্র জানা যায়, জীবননগর পৌর শহরের পুরাতন লক্ষ্মীপুরের আলাউদ্দিন ফারুকের ছেলে মারুফ হোসেনের (২৫) সাথে উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়ার দিনমজুর মহিদুল ইসলামের মেয়ে রুমি খাতুনের (২০) গত চার বছর আগে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে রাহ (২) নামের একটি পুত্র সন্তান রয়েছে।

গৃহবধূ রুমি খাতুন বলেন, ‘বিয়ের পর থেকে আমাকে যৌতুকের জন্য আমার স্বামীসহ তার পরিবারের লোকজন নানাভাবে অত্যাচার-নির্যাতন করে আসছে। আমার বাবা-মা সাধ্যমতো আমার স্বামীকে নগদ এক লাখ টাকাসহ বিভিন্ন আসবাবপত্র দিয়েছে। তারপরও তারা আমাকে অত্যাচার-নির্যাতন করে আসছে। কিছুদিন ধরে তারা আমার নিকট টাকা-পয়সা দাবি করে আসছে। কিন্তু এবার আর আমি বাবা-মায়ের বাড়ি থেকে টাকা আনতে রাজি হইনি।

যে কারণে আমার স্বামী মারুফ হোসেন, শাশুড়ী মালেকা খাতুন, নানী শাশুড়ী আনোয়ারা ও মামা শ্বশুর আনারুল হক আমাকে নানাভাবে অত্যাচার-নির্যাতন ও গালিগালাজ করে আসছে। আমি প্রতিবাদ করলে তারা আমাকে সকাল ১০টার দিকে দুই দফায় মারপিট করে। আমার স্বামী-শাশুড়ী ও তাদের আত্মীয়-স্বজন এতটাই ভয়ংকর যে, প্রতিবেশীদের সামনে আমাকে দুই দফায় অত্যাচার নির্যাতন করলেও তারা আমাকে ঠেকাতে আসতে সাহস পায়নি। এ ঘটনার পর আমার মা আমাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছে।’

জীবননগর পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর জামাল হোসেন খোকন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমাকে কোনো পক্ষ বলেনি। উভয়পক্ষ শান্তিপূর্ণ সমাধান চাইলে স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়া যেতে পারে।’

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবিদ হাসান বলেন, ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।