মঙ্গলবার | ২৭ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে দিনভর গণসংযোগ সুন্নীয়তের দাবি নিয়ে আসছি, মোমবাতিতে ভোট চাই -মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ  Logo লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ক্রীড়া চর্চা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা। Logo আইনের ফাঁদে দুই প্রতিষ্ঠান: চাঁদপুরে ভোক্তা অধিকার ও যৌথ বাহিনীর অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা Logo সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, অর্ধ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রাথমিক শিক্ষক নিয়োগ মৌখিক পরীক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় Logo গণভোট হ্যাঁ-কে জয়ী করতে বিশ্ববিদ্যালয়ে ব্যাপক প্রচারণা Logo শিক্ষকতা: নৈতিক অবস্থান ও মানবিক প্রতিশ্রুতি Logo পলাশবাড়ীতে ধানের শীর্ষের পক্ষে বিশাল নির্বাচনী গণমিছিল  Logo ঝালকাঠিতে ৬লিটার চোলাই মদ সহ নাসির ডিবির হাতে আটক  Logo পলাশবাড়ীতে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় আহত ৪, অবরুদ্ধ ৯ পরিবার

মর্তুজাপুরে নৈশপ্রহরীকে বেঁধে রেখে খামারে ডাকাতি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:২১:৩৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৮১৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ মর্তুজাপুরে একটি খামার থেকে চারটি গরু ও চারটি ছাগল ডাকাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে আলতাব হোসেনের এমইপি ব্রিকস ইটভাটায় গরুর খামারে হানা দেয় সঙ্গবদ্ধ ডাকাত দল। এসময় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করা হয় খামারের নৈশপ্রহরী মাকসেদ আলীকে। ডাকাতি হওয়া চারটি ও ছাগলের মূল্য আনুমানিক ৭ লাখ টাকা বলে দাবি করেন খামার মালিক আলতাব হোসেন। এদিকে, ঘটনার খবর পেয়ে গতকাল বুধবার সকালে ঘটনাস্থলে উপস্থিত হন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন।

ভুক্তভোগী খামারি আলতাব হোসেন জানান, প্রতিদিনের মতো বুধবার রাত ১০টার দিকে তার ইটভাটার মধ্যের খামারের গরু ও ছাগল দেখতে যান। খামারে নৈশপ্রহরী বৃদ্ধ মোকসেদ আলী খামারে কর্মরত ছিলেন। রাত ৩টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে মোবাইল ফোনে তিনি ডাকাতির বিষয়ে জানতে পেরে খামারে ছুটে যান। আলতাব হোসেন বলেন, ‘নৈশপ্রহরী জানায় রাত ১টার দিকে ৪-৫ জন অস্ত্রধারী ব্যক্তি তাকে জিম্মি করে চোখ-মুখ, হাত-পা বেঁধে পাশের একটি বাগানে নিয়ে ফেলে রাখে। পরে তারা খামার থেকে চারটি গরু ও চারটি ছাগল নিয়ে যায়। এর মধ্যে দুটি গাভী ও দুটি ষাঁড় ছিল, যার আনুমানিক মূল্য সাড়ে ৫ লাখ টাকা। এছাড়া চারটি ছাগলের মধ্যে একটি ছাগল ডাকাতরা নিয়ে যেতে না পেরে ভাটার অদূরে জবাই করে ফেলে রেখে যায়।’

নৈশপ্রহরী মোকসেদ আলী জানান, তিনি দীর্ঘ ছয় মাস ধরে সেখানে কাজ করছেন। মঙ্গলবার ঘটনার রাতে তিনি ঘুমিয়ে ছিলেন। রাত ১টার দিকে অস্ত্রধারী ৪-৫ জন তাকে ভয় দেখিয়ে হাত-পা বেঁধে পাশের বাগানে নিয়ে ফেলে রাখে। তিনি আরও বলেন, ‘আমি বুঝতে পেরেছি সেখানে ১০-১৫ জন ডাকাত ছিল, যারা গরু ও ছাগল নিয়ে গেছে। পরে ডাকাতরা আমার হাতের বাঁধন খুলে দিয়ে চলে যায়। আমি বয়স্ক মানুষ, খুব ভয় পেয়েছিলাম এবং কাউকে চিনতে পারিনি।’

এদিকে, ইটভাটায় কর্মরত মহিলা শ্রমিক ছবিরন (৬৫), তার মেয়ে বিলকিস (৪৫) এবং নাতনী রোকসনা (২৪) জানান, তাদেরকেও অস্ত্রের মুখে জিম্মি করে রাখে ডাকাত দল। ডাকাতির ঘটনার পর চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালনের নেতৃত্বে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তিনি আরও বলেন, আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমরা অপরাধীদের গ্রেপ্তার করতে পারব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে দিনভর গণসংযোগ সুন্নীয়তের দাবি নিয়ে আসছি, মোমবাতিতে ভোট চাই -মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ 

মর্তুজাপুরে নৈশপ্রহরীকে বেঁধে রেখে খামারে ডাকাতি

আপডেট সময় : ১২:২১:৩৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ মর্তুজাপুরে একটি খামার থেকে চারটি গরু ও চারটি ছাগল ডাকাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে আলতাব হোসেনের এমইপি ব্রিকস ইটভাটায় গরুর খামারে হানা দেয় সঙ্গবদ্ধ ডাকাত দল। এসময় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করা হয় খামারের নৈশপ্রহরী মাকসেদ আলীকে। ডাকাতি হওয়া চারটি ও ছাগলের মূল্য আনুমানিক ৭ লাখ টাকা বলে দাবি করেন খামার মালিক আলতাব হোসেন। এদিকে, ঘটনার খবর পেয়ে গতকাল বুধবার সকালে ঘটনাস্থলে উপস্থিত হন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন।

ভুক্তভোগী খামারি আলতাব হোসেন জানান, প্রতিদিনের মতো বুধবার রাত ১০টার দিকে তার ইটভাটার মধ্যের খামারের গরু ও ছাগল দেখতে যান। খামারে নৈশপ্রহরী বৃদ্ধ মোকসেদ আলী খামারে কর্মরত ছিলেন। রাত ৩টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে মোবাইল ফোনে তিনি ডাকাতির বিষয়ে জানতে পেরে খামারে ছুটে যান। আলতাব হোসেন বলেন, ‘নৈশপ্রহরী জানায় রাত ১টার দিকে ৪-৫ জন অস্ত্রধারী ব্যক্তি তাকে জিম্মি করে চোখ-মুখ, হাত-পা বেঁধে পাশের একটি বাগানে নিয়ে ফেলে রাখে। পরে তারা খামার থেকে চারটি গরু ও চারটি ছাগল নিয়ে যায়। এর মধ্যে দুটি গাভী ও দুটি ষাঁড় ছিল, যার আনুমানিক মূল্য সাড়ে ৫ লাখ টাকা। এছাড়া চারটি ছাগলের মধ্যে একটি ছাগল ডাকাতরা নিয়ে যেতে না পেরে ভাটার অদূরে জবাই করে ফেলে রেখে যায়।’

নৈশপ্রহরী মোকসেদ আলী জানান, তিনি দীর্ঘ ছয় মাস ধরে সেখানে কাজ করছেন। মঙ্গলবার ঘটনার রাতে তিনি ঘুমিয়ে ছিলেন। রাত ১টার দিকে অস্ত্রধারী ৪-৫ জন তাকে ভয় দেখিয়ে হাত-পা বেঁধে পাশের বাগানে নিয়ে ফেলে রাখে। তিনি আরও বলেন, ‘আমি বুঝতে পেরেছি সেখানে ১০-১৫ জন ডাকাত ছিল, যারা গরু ও ছাগল নিয়ে গেছে। পরে ডাকাতরা আমার হাতের বাঁধন খুলে দিয়ে চলে যায়। আমি বয়স্ক মানুষ, খুব ভয় পেয়েছিলাম এবং কাউকে চিনতে পারিনি।’

এদিকে, ইটভাটায় কর্মরত মহিলা শ্রমিক ছবিরন (৬৫), তার মেয়ে বিলকিস (৪৫) এবং নাতনী রোকসনা (২৪) জানান, তাদেরকেও অস্ত্রের মুখে জিম্মি করে রাখে ডাকাত দল। ডাকাতির ঘটনার পর চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালনের নেতৃত্বে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তিনি আরও বলেন, আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমরা অপরাধীদের গ্রেপ্তার করতে পারব।