শিরোনাম :
Logo শেরপুরে নিখোঁজের তিন দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার Logo হিটের প্রকল্প মূল্যায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান Logo পলাশবাড়ী কালীবাড়ী বাজারে অবৈধ দখল উচ্ছেদ Logo পলাশবাড়ীতে ইউপি সদস্যের  হাত পা ভেঙ্গে দিয়েছে একদল দুর্বৃত্তরা  Logo ঝালকাঠির নবগ্রাম কৃষি ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে সরেজমিনে ডিজিএম Logo সামাজিক মাধ্যমে অপপ্রচারে জর্জরিত দেশের শিল্পাঙ্গন বিনোদন প্রতিবেদন Logo ইবি কারাতে ক্লাবের নেতৃত্বে নোমান-সাদিয়া Logo গৌরবের অষ্টম বর্ষে আলোর দিশার পদার্পণে থাকছে নানা আয়োজন Logo শিক্ষার্থীদের রিটেক সমস্যা সমাধানে গাফিলতির অভিযোগ যবিপ্রবি প্রশাসনের বিরুদ্ধে  Logo নতুন ভবনেই বদলে যাবে সফিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র”

ফোনকল পেয়ে বাড়ি থেকে বের হন, মৃত্যু নিয়ে রহস্য

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৫৩:০৯ পূর্বাহ্ণ, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৪০ বার পড়া হয়েছে

সকালে থানায় জিডি, বিকেলে পাওয়া গেল লাশ। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর গ্রামে। স্থানীয় বাসিন্দা তোজাম্মেল হোসেন জানান, দুই দিন আগে (গত শুক্রবার রাতে) মাদ্রাসা ছাত্রী আইরিন আক্তার তিথি (১৮) একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে দুধসর গ্রামের একটি কলাবাগানে আইরিন আক্তার তিথির লাশ পাওয়া যায়। তিথি দুধসর গ্রামের মিঠুর মেয়ে। তাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার পর তার শরীরে অ্যাসিড সদৃশ কোনো দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। মুঠোফোনে প্রতিবেশী বাদশা আলমগীর জানান, গত শুক্রবার রাতে ফোন পেয়ে তিথি পাশে কালুর বাড়িতে যান। সেখানে তার স্ত্রীর সঙ্গে কথা বলেন। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। প্রেমের সম্পর্কের কারণে কেউ ডেকে নিয়ে তাকে হত্যা করতে পারে এমন আশঙ্কা করেন তিনি।

তিথির মা রেখা বেগম জানান, ঘটনার দিন একটি ফোন পেয়ে মেয়ে কালুর বাড়িতে যান। যাওয়ার সময় তিথি নিজেই কললিস্ট থেকে নম্বরটি মুছে দিয়ে যায়। সেখানে কী হয়েছে বা কার সঙ্গে কথা বলেছে, তা জানার আগেই তার মেয়ে নিখোঁজ হয়ে যায়। মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিথির বাবা মিঠু জানান, রোববার সকাল ১০টার দিকে তিথি নিখোঁজ থাকার বিষয়ে শৈলকুপা থানায় জিডি করেন। জিডি করার ৭ ঘণ্টার মধ্যে বিকেল সাড়ে ৫টার দিকে তার মেয়ের লাশ মিলল। তার মেয়ে গত বছর দাখিল পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছিল। এটি পরিকল্পিত হত্যাকা- বলে তিনি দাবি করে হত্যার নেপথ্যের কুশীলবদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী জানান, রোববার সকালে আইরিন আক্তার তিথি নামে এক মেয়ে নিখোঁজের বিষয়ে জিডি করেন তার পিতা মিঠু। এখন শুনছি তার লাশ পাওয়া গেছে। তিনি জানান, খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করে রহস্য উদ্ঘাটন করবেন বলে ওসি গণমাধ্যমকর্মীদের জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেরপুরে নিখোঁজের তিন দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার

ফোনকল পেয়ে বাড়ি থেকে বের হন, মৃত্যু নিয়ে রহস্য

আপডেট সময় : ১১:৫৩:০৯ পূর্বাহ্ণ, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

সকালে থানায় জিডি, বিকেলে পাওয়া গেল লাশ। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর গ্রামে। স্থানীয় বাসিন্দা তোজাম্মেল হোসেন জানান, দুই দিন আগে (গত শুক্রবার রাতে) মাদ্রাসা ছাত্রী আইরিন আক্তার তিথি (১৮) একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে দুধসর গ্রামের একটি কলাবাগানে আইরিন আক্তার তিথির লাশ পাওয়া যায়। তিথি দুধসর গ্রামের মিঠুর মেয়ে। তাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার পর তার শরীরে অ্যাসিড সদৃশ কোনো দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। মুঠোফোনে প্রতিবেশী বাদশা আলমগীর জানান, গত শুক্রবার রাতে ফোন পেয়ে তিথি পাশে কালুর বাড়িতে যান। সেখানে তার স্ত্রীর সঙ্গে কথা বলেন। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। প্রেমের সম্পর্কের কারণে কেউ ডেকে নিয়ে তাকে হত্যা করতে পারে এমন আশঙ্কা করেন তিনি।

তিথির মা রেখা বেগম জানান, ঘটনার দিন একটি ফোন পেয়ে মেয়ে কালুর বাড়িতে যান। যাওয়ার সময় তিথি নিজেই কললিস্ট থেকে নম্বরটি মুছে দিয়ে যায়। সেখানে কী হয়েছে বা কার সঙ্গে কথা বলেছে, তা জানার আগেই তার মেয়ে নিখোঁজ হয়ে যায়। মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিথির বাবা মিঠু জানান, রোববার সকাল ১০টার দিকে তিথি নিখোঁজ থাকার বিষয়ে শৈলকুপা থানায় জিডি করেন। জিডি করার ৭ ঘণ্টার মধ্যে বিকেল সাড়ে ৫টার দিকে তার মেয়ের লাশ মিলল। তার মেয়ে গত বছর দাখিল পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছিল। এটি পরিকল্পিত হত্যাকা- বলে তিনি দাবি করে হত্যার নেপথ্যের কুশীলবদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী জানান, রোববার সকালে আইরিন আক্তার তিথি নামে এক মেয়ে নিখোঁজের বিষয়ে জিডি করেন তার পিতা মিঠু। এখন শুনছি তার লাশ পাওয়া গেছে। তিনি জানান, খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করে রহস্য উদ্ঘাটন করবেন বলে ওসি গণমাধ্যমকর্মীদের জানান।