ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:০৭:২২ অপরাহ্ণ, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৩৯ বার পড়া হয়েছে

কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলের দিকে কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের সীমান্তবর্তী চাঁনপুর ব্রিজ এলাকা দিয়ে পাচারকালে এসব ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৫২ হাজার টাকা। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন।

তিনি জানান, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কুমিল্লা কোতয়ালী সদর উপজেলাধীন সীমান্তবর্তী চাঁনপুর ব্রিজ নামক এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে ইলিশ মাছ পাচার হবে। এ প্রেক্ষিতে হাবিলদার জুয়েলের নেতৃত্বে বিজিবির কটকবাজার চেকপোস্টের টহলদল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল বাংলাদেশ হতে ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ মাছ জব্দ করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ

আপডেট সময় : ০৫:০৭:২২ অপরাহ্ণ, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলের দিকে কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের সীমান্তবর্তী চাঁনপুর ব্রিজ এলাকা দিয়ে পাচারকালে এসব ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৫২ হাজার টাকা। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন।

তিনি জানান, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কুমিল্লা কোতয়ালী সদর উপজেলাধীন সীমান্তবর্তী চাঁনপুর ব্রিজ নামক এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে ইলিশ মাছ পাচার হবে। এ প্রেক্ষিতে হাবিলদার জুয়েলের নেতৃত্বে বিজিবির কটকবাজার চেকপোস্টের টহলদল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল বাংলাদেশ হতে ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ মাছ জব্দ করে।