শিরোনাম :
Logo ৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সঙ্গে চাঁদপুর এলজিইডির অবহিতকরন সভা Logo পিয়াস আফ্রিদির উদ্যোগে চিত্রনায়ক ডিএ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের পথচলা Logo প্রান্তিক মানুষের আস্থার নাম সরাইলকান্দি কমিউনিটি ক্লিনিক Logo ইবিতে সিরাতুন নবি (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী Logo ইবি ক্যাম্পাসে তালিকাভুক্ত নয় এমন  সংগঠনের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা Logo সুন্দরবনের বিনা পাশে প্রবেশ করায় তিন জেলা কটক  Logo খুবি রিসার্চ সোসাইটির নতুন নেতৃত্বে বকসী-গৌর Logo চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক Logo কাল চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ Logo খানপুর ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

‘এটা না করলে কিছুদিনের মধ্যে ভুয়া শহীদ শুরু হয়ে যাবে’

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:১২:০৫ অপরাহ্ণ, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৩২ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সহায়তায় ‘জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন’ গড়ে তুলেছে ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার। এখন শহীদ ও আহতদের তালিকা তৈরি করা হচ্ছে। ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেছেন, এই তালিকাটা সরকার এমনভাবে করতে চায়, যেন পরে এটা নিয়ে কোনো ধরনের প্রশ্ন না ওঠে।

তিনি বলেন, ‘আমরা তালিকা তৈরি করছি।

আমাদের স্পষ্ট হওয়া দরকার এই সংখ্যাটা কত। প্রত্যেক ব্যক্তির তথ্য সংগ্রহ করে ডাটাবেজ তৈরি করছি। যাতে করে কারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন তা আমরা জানতে পারি। কারণ আমদের ভয় হলো, আমরা যদি এটা না করি; তাহলে কিছুদিনের মধ্যে ভুয়া শহীদ শুরু হয়ে যাবে। ওইটা থেকে আমরা বাঁচতে চাই। ’

ড. ইউনূস বলেন, ‘আমরা ওয়াদা করেছি প্রত্যেকটা শহীদ পরিবারের দায়িত্ব গ্রহণ করবো সরকারে পক্ষ থেকে। কাজেই এটার সংখ্যা নির্দিষ্ট হতে হবে। ’

প্রধান উপদেষ্টা বলেন, ‘একজন একবছর পরে এসে দাবি করলো, আমার পরিবারও তো শহীদ পরিবার। এমন যেন না হয়। ’

তিনি বলেন, ‘সব শহীদ পরিবার তো হাসপাতালে যায়নি। কোনো কোনো পরিবার শহীদ সন্তানকে বাড়িতে নিয়ে গেছে।  কাউকে বলেও নাই, তার ছেলে মারা গেছে, ছেলে শহীদ হয়েছে। অনেকে জানাজা দিয়ে দাফন করেছে। এখন আমরা খুঁজে খুঁজে তাদের বের করছি। কাজ মোটামুটি হয়ে গেছে।  আরও কিছু হয়তো আসবে, সেটা বড় অঙ্কের হবে না। ’

ড. ইউনূস বলেন, ‘এর জন্য আমরা ফাউন্ডেশন করেছি। এটা প্রত্যেক বছর বাজেট থেকে টাকা নিয়ে নিয়ে করার দরকার নেই। ওই ফাউন্ডেশন থেকে সবার দায়িত্ব নেওয়া হবে। দান থাকবে, সমর্থন থাকবে; তাদের টাকা পয়সা দেবে এই ফাউন্ডেশন। দেশের মানুষ ও দেশের বাইরের মানুষ ফান্ড দেবে। পরিবারের দেখা শোনার জন্য এই ফাউন্ডেশন একটি স্থায়ী ফাউন্ডেশন। ’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সঙ্গে চাঁদপুর এলজিইডির অবহিতকরন সভা

‘এটা না করলে কিছুদিনের মধ্যে ভুয়া শহীদ শুরু হয়ে যাবে’

আপডেট সময় : ০৫:১২:০৫ অপরাহ্ণ, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সহায়তায় ‘জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন’ গড়ে তুলেছে ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার। এখন শহীদ ও আহতদের তালিকা তৈরি করা হচ্ছে। ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেছেন, এই তালিকাটা সরকার এমনভাবে করতে চায়, যেন পরে এটা নিয়ে কোনো ধরনের প্রশ্ন না ওঠে।

তিনি বলেন, ‘আমরা তালিকা তৈরি করছি।

আমাদের স্পষ্ট হওয়া দরকার এই সংখ্যাটা কত। প্রত্যেক ব্যক্তির তথ্য সংগ্রহ করে ডাটাবেজ তৈরি করছি। যাতে করে কারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন তা আমরা জানতে পারি। কারণ আমদের ভয় হলো, আমরা যদি এটা না করি; তাহলে কিছুদিনের মধ্যে ভুয়া শহীদ শুরু হয়ে যাবে। ওইটা থেকে আমরা বাঁচতে চাই। ’

ড. ইউনূস বলেন, ‘আমরা ওয়াদা করেছি প্রত্যেকটা শহীদ পরিবারের দায়িত্ব গ্রহণ করবো সরকারে পক্ষ থেকে। কাজেই এটার সংখ্যা নির্দিষ্ট হতে হবে। ’

প্রধান উপদেষ্টা বলেন, ‘একজন একবছর পরে এসে দাবি করলো, আমার পরিবারও তো শহীদ পরিবার। এমন যেন না হয়। ’

তিনি বলেন, ‘সব শহীদ পরিবার তো হাসপাতালে যায়নি। কোনো কোনো পরিবার শহীদ সন্তানকে বাড়িতে নিয়ে গেছে।  কাউকে বলেও নাই, তার ছেলে মারা গেছে, ছেলে শহীদ হয়েছে। অনেকে জানাজা দিয়ে দাফন করেছে। এখন আমরা খুঁজে খুঁজে তাদের বের করছি। কাজ মোটামুটি হয়ে গেছে।  আরও কিছু হয়তো আসবে, সেটা বড় অঙ্কের হবে না। ’

ড. ইউনূস বলেন, ‘এর জন্য আমরা ফাউন্ডেশন করেছি। এটা প্রত্যেক বছর বাজেট থেকে টাকা নিয়ে নিয়ে করার দরকার নেই। ওই ফাউন্ডেশন থেকে সবার দায়িত্ব নেওয়া হবে। দান থাকবে, সমর্থন থাকবে; তাদের টাকা পয়সা দেবে এই ফাউন্ডেশন। দেশের মানুষ ও দেশের বাইরের মানুষ ফান্ড দেবে। পরিবারের দেখা শোনার জন্য এই ফাউন্ডেশন একটি স্থায়ী ফাউন্ডেশন। ’