কমপ্লিট শাটডাউনের সকল কর্মসূচি প্রত্যাহার, কাল থেকে মিলবে সব চিকিৎসাসেবা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০০:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৭২৭ বার পড়া হয়েছে

ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় ঘোষিত কমপ্লিট শাটডাউনের সকল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। আগামীকাল বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে নিয়ম অনুযায়ী সকল চিকিৎসা সেবা চলবে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুল আহাদ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।

এর আগে, দুইদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকালে ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত হাসপাতালের বহি:বিভাগে রোগীদের সেবা দেয়া হয়। তবে নিয়মিত অপারেশনসহ কিছু কার্যক্রম বন্ধ ছিল।

এদিকে, মঙ্গলবার সকাল থেকেই হাসপাতালের জরুরি বিভাগে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। মূল ফটকে সেনাবাহিনীর সাজোয়া যানসহ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সতর্ক পাহারায় ছিল। তাছাড়া হাসপাতালের ভেতরেও নিরপাত্তার কড়াকড়ি লক্ষ্য করা গেছে।

এদিকে, চিকিৎসক-নার্স সুরক্ষা আইন এবং স্বাস্থ্য পুলিশ গঠনের দাবি জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কমপ্লিট শাটডাউনের সকল কর্মসূচি প্রত্যাহার, কাল থেকে মিলবে সব চিকিৎসাসেবা

আপডেট সময় : ০৮:০০:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪

ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় ঘোষিত কমপ্লিট শাটডাউনের সকল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। আগামীকাল বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে নিয়ম অনুযায়ী সকল চিকিৎসা সেবা চলবে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুল আহাদ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।

এর আগে, দুইদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকালে ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত হাসপাতালের বহি:বিভাগে রোগীদের সেবা দেয়া হয়। তবে নিয়মিত অপারেশনসহ কিছু কার্যক্রম বন্ধ ছিল।

এদিকে, মঙ্গলবার সকাল থেকেই হাসপাতালের জরুরি বিভাগে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। মূল ফটকে সেনাবাহিনীর সাজোয়া যানসহ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সতর্ক পাহারায় ছিল। তাছাড়া হাসপাতালের ভেতরেও নিরপাত্তার কড়াকড়ি লক্ষ্য করা গেছে।

এদিকে, চিকিৎসক-নার্স সুরক্ষা আইন এবং স্বাস্থ্য পুলিশ গঠনের দাবি জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা।