শিরোনাম :
Logo শেরপুরে নিখোঁজের তিন দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার Logo হিটের প্রকল্প মূল্যায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান Logo পলাশবাড়ী কালীবাড়ী বাজারে অবৈধ দখল উচ্ছেদ Logo পলাশবাড়ীতে ইউপি সদস্যের  হাত পা ভেঙ্গে দিয়েছে একদল দুর্বৃত্তরা  Logo ঝালকাঠির নবগ্রাম কৃষি ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে সরেজমিনে ডিজিএম Logo সামাজিক মাধ্যমে অপপ্রচারে জর্জরিত দেশের শিল্পাঙ্গন বিনোদন প্রতিবেদন Logo ইবি কারাতে ক্লাবের নেতৃত্বে নোমান-সাদিয়া Logo গৌরবের অষ্টম বর্ষে আলোর দিশার পদার্পণে থাকছে নানা আয়োজন Logo শিক্ষার্থীদের রিটেক সমস্যা সমাধানে গাফিলতির অভিযোগ যবিপ্রবি প্রশাসনের বিরুদ্ধে  Logo নতুন ভবনেই বদলে যাবে সফিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র”

রাতে পাহারা শেষে ফেরার পথে মিলল ব্যাগভর্তি ১৮ লাখ টাকা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:০৯:০৭ অপরাহ্ণ, রবিবার, ১৮ আগস্ট ২০২৪
  • ৭৪২ বার পড়া হয়েছে

রাজশাহী নগরীতে রাতভর পাহারা শেষে ভোরে ফেরার সময় ব্যাগভর্তি ১৭ লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পরে ওই টাকা বোয়ালিয়া থানায় জমা দিয়েছে শিক্ষার্থীরা। এই টাকা কোত্থেকে এসেছে তা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৮ আগস্ট) ভোর ৫টার দিকে নগরীর ভদ্রা এলাকার একটি গলি থেকে এসব টাকা উদ্ধার করা হয়।

পরে বেলা ১১টার দিকে কয়েকজন শিক্ষার্থী বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজের কাছে টাকাগুলো জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নগরীর বড়কুঠি ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) শামসুল আলম এবং সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইকবাল হোসেন।

থানায় টাকা জমা দিতে এসেছিলেন নাটোরের সিংড়ার রহমত ইকবাল ডিগ্রী কলেজের শিক্ষার্থী আকাশ আলীসহ কয়েকজন শিক্ষার্থী। তাদের বাড়ি ভদ্রা এলাকায়।

আকাশ জানান, নিরাপত্তা নিশ্চিত করতে তারা রাতভর নগরীর ভদ্রা এলাকায় অবস্থান করেন। রাতে পাহারার দায়িত্ব শেষে তারা ভোরে বাসায় ফিরছিলেন। তখন এলাকার একটি ছাত্রাবাসের সামনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন।

আকাশ আরো জানান, এরপর ব্যাগটিতে লাথি দিলে ভেতরে কিছু আছে বলে মনে হয়। তখন তারা ব্যাগটি খুলে দেখেন, ভেতরে ১০০ টাকার নোটের ১৮টি বান্ডেল। মোট টাকার পরিমাণ ১৮ লাখ। ব্যাগে তারা টাকার পাশাপাশি সোনালী রঙের একটি ধাতব বস্তুও দেখতে পান। তাতে ১৮টি ছিদ্র রয়েছে। এটি কোনো সংকেত বলে তাদের ধারণা। পরে তারা সবকিছু থানায় এনে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জমা দেন।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাসুদ পারভেজ জানান, আদালতের অনুমতি নিয়ে টাকাগুলো এখন রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। পাশাপাশি এই টাকার মালিক কে, এগুলো অবৈধ টাকা কিনা বা কোনো অপরাধী টাকা বহন করার সময় তা পড়ে গেছে কিনা তা তদন্ত করা হবে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেরপুরে নিখোঁজের তিন দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার

রাতে পাহারা শেষে ফেরার পথে মিলল ব্যাগভর্তি ১৮ লাখ টাকা

আপডেট সময় : ০৬:০৯:০৭ অপরাহ্ণ, রবিবার, ১৮ আগস্ট ২০২৪

রাজশাহী নগরীতে রাতভর পাহারা শেষে ভোরে ফেরার সময় ব্যাগভর্তি ১৭ লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পরে ওই টাকা বোয়ালিয়া থানায় জমা দিয়েছে শিক্ষার্থীরা। এই টাকা কোত্থেকে এসেছে তা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৮ আগস্ট) ভোর ৫টার দিকে নগরীর ভদ্রা এলাকার একটি গলি থেকে এসব টাকা উদ্ধার করা হয়।

পরে বেলা ১১টার দিকে কয়েকজন শিক্ষার্থী বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজের কাছে টাকাগুলো জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নগরীর বড়কুঠি ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) শামসুল আলম এবং সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইকবাল হোসেন।

থানায় টাকা জমা দিতে এসেছিলেন নাটোরের সিংড়ার রহমত ইকবাল ডিগ্রী কলেজের শিক্ষার্থী আকাশ আলীসহ কয়েকজন শিক্ষার্থী। তাদের বাড়ি ভদ্রা এলাকায়।

আকাশ জানান, নিরাপত্তা নিশ্চিত করতে তারা রাতভর নগরীর ভদ্রা এলাকায় অবস্থান করেন। রাতে পাহারার দায়িত্ব শেষে তারা ভোরে বাসায় ফিরছিলেন। তখন এলাকার একটি ছাত্রাবাসের সামনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন।

আকাশ আরো জানান, এরপর ব্যাগটিতে লাথি দিলে ভেতরে কিছু আছে বলে মনে হয়। তখন তারা ব্যাগটি খুলে দেখেন, ভেতরে ১০০ টাকার নোটের ১৮টি বান্ডেল। মোট টাকার পরিমাণ ১৮ লাখ। ব্যাগে তারা টাকার পাশাপাশি সোনালী রঙের একটি ধাতব বস্তুও দেখতে পান। তাতে ১৮টি ছিদ্র রয়েছে। এটি কোনো সংকেত বলে তাদের ধারণা। পরে তারা সবকিছু থানায় এনে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জমা দেন।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাসুদ পারভেজ জানান, আদালতের অনুমতি নিয়ে টাকাগুলো এখন রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। পাশাপাশি এই টাকার মালিক কে, এগুলো অবৈধ টাকা কিনা বা কোনো অপরাধী টাকা বহন করার সময় তা পড়ে গেছে কিনা তা তদন্ত করা হবে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।