রাতারাতি অন্ততঃ ২০ গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা

0
39

বায়েজীদ (গাইবান্ধা জেলা প্রতিনিধি) :

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের ত্রি-সীমানা টোংরারদহ নামক বাঁধ প্রায় ৯০ ফুট স্থান জুড়ে ভেঙ্গে গেছে।পানির তীব্র স্রোতের তোড়ে সোমবার রাত সাড়ে ১০ টা নাগাদ স্থানটি ভেঙ্গে যায় বলে জানা যায়।ফলে নিম্নাঞ্চল ওই ইউনিয়নের ১৮ থেকে অন্ততঃ ২০ গ্রাম প্লাবিত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় গবাদিপশু সহ জানমাল ক্ষতির আশংঙ্কা দেখা দিয়েছে।

কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু বিষয়টি নিশ্চিত করে এ প্রতিনিধিকে জানান ইতো মধ্যেই ইউপির সর্বস্তরের সকল জনসাধারনকে সামগ্রিক ভাবে সতর্ক থাকার পরামর্শসহ বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।পানি উন্নয়ন বোর্ডের করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের টোংরাররদহ নামক পয়েন্টে পানির ঢল বেশি হবার কারণে সোমবার বিকেল থেকেই ঝুকি থেকে অধিক ঝুকিপূর্ণ হয়ে পড়ে বলে জানা যায়।

জলস্রতের তোড়ে রাতারাতি চলতি রোপা আমন ফসলের মাঠসহ বিস্তীর্ণ অন্যান্য মৌসুমি কৃষি ক্ষেতখামার সমূহ পানিতে তলিয়ে যাওয়াসহ জলবন্দি হয়ে পড়ার আশঙ্কায় ভূক্তভোগি মহল পড়েছেন মহা বিপাকে।তারা তাদের পরিবারের সদস্যদের আশ্রয়, ফসল,ঘরবাড়ি,গবাদিপশু ও হাঁস-মুরগি নিয়ে মহা দুঃচিন্তায় পড়েছেন।এছাড়া গরু-ছাগলকে ঘর থেকে বের করা যেন দুঃস্বাধ্য হয়ে পড়েছে।সেইসাথে দেখা দিয়েছে গো খাদ্যের চরম সংকট।