অনতিবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি

0
15

চুয়াডাঙ্গায় বিএনপির চেয়ারপার্সনের মুক্তির দাবিতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

নিউজ ডেস্ক:বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির অন্যতম সদস্য শরীফুজ্জামান শরীফের নির্দেশনায় গতকাল মঙ্গলবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল সালাম বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান। সমাবেশে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, সহ-সাস্থ্যবিষয়ক সম্পাদক আহসান হাবিব সুইট, জেলা যুবদলের সদস্য শমসের আলী, খায়রুল ইসলাম, শাহাবুদ্দিন, আজিজুল ইসলাম, রফিকুল, সোহাগ, মতিউর রহমান, হাফিজুর ইসলাম হ্যাপি, হাফিজুর, আপু মালিক, রিণ্টু মহলদার, ছোটন, ওমর ফারুক সুমন, মাখায়াউল, আবেদ হাসান প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস আই সুমন।বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির অন্যতম সদস্য শরীফুজ্জামান শরীফের নির্দেশনায় গতকাল মঙ্গলবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল সালাম বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান। সমাবেশে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, সহ-সাস্থ্যবিষয়ক সম্পাদক আহসান হাবিব সুইট, জেলা যুবদলের সদস্য শমসের আলী, খায়রুল ইসলাম, শাহাবুদ্দিন, আজিজুল ইসলাম, রফিকুল, সোহাগ, মতিউর রহমান, হাফিজুর ইসলাম হ্যাপি, হাফিজুর, আপু মালিক, রিণ্টু মহলদার, ছোটন, ওমর ফারুক সুমন, মাখায়াউল, আবেদ হাসান প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস আই সুমন। সমাবেশে বক্তারা বলেন, মামলা হামলা বর্বরতায় ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ সরকার। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভীতু আওয়ামী লীগ। মিথ্যা প্রহসনের মামলার জালে কারাগারে দেশনেত্রীকে বন্দি করে রেখেছে। আইনের মাধ্যমে তাঁর জামিনের সুযোগ থাকলেও সরকার হস্তক্ষেপ করছে। অনতিবিলম্বে বেগম খালেদা জিয়াকে কারামুক্তি না করা হলে সরকার পতনের হুঁশিয়ারি দেন বক্তারা।