নিউজ ডেস্ক:মেহেরপুর জেলা যুব মহিলা লীগের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। জেলা যুব মহিলা লীগের সভানেত্রী শামিউন বাশিরা পলির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনের পত্নী সৈয়দা মোনালিসা ইসলাম।মেহেরপুর জেলা যুব মহিলা লীগের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। জেলা যুব মহিলা লীগের সভানেত্রী শামিউন বাশিরা পলির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনের পত্নী সৈয়দা মোনালিসা ইসলাম। জেলা যুব মহিলা লীগের কর্মী সমাবেশে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘আজকে প্রত্যেকটি মানুষ যাতে ভালো থাকে, তার জন্য আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।’ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘প্রত্যেকটি ইউনিয়নে কমপক্ষে ৫০ কিলোমিটার রাস্তা আমরা তৈরি করেছি, দ্বিতীয় পর্যায়ে ভৈরব নদ খননের কাজ শুরু হচ্ছে। ২২৪ কোটি টাকা ব্যয়ে ৫৬ কিলোমিটার খনন কাজ করা হবে।’ কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পত্নী সৈয়দা মোনালিসা ইসলাম বলেন, ‘আজকের নারীর উন্নয়ন, নারীর অধিকার, নারীর সম্মান প্রতিষ্ঠা করেছেন জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা বলেছেন আর কোনো গ্রাম থাকবে না, গ্রামকে শহরে রূপান্তর করা হবে।’ জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রুত শোভা মণ্ডলের সঞ্চালনায় কর্মী সমাবেশে বক্তব্য দেন জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদিকা তাসলিমা বেগম, সদর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী লতিফুন্নেছা লতা, সাধারণ সম্পাদিকা রোজিনা খাতুন, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুন, সম্পাদিকা তহমিনা খাতুন, শহর যুব মহিলা লীগের সভানেত্রী রোকসানা কামাল প্রমুখ। এ সময় ইউনিয়ন যুব মহিলা লীগের সভানেত্রী অর্জুনা খাতুন, শাহিনা খাতুন, মরিয়ম খাতুন, মোমেনা খাতুন, মনিরা খাতুন, নুরুন্নাহারসহ যুব মহিলা লীগের অন্যান্য নেতৃবৃন্দরা ও কর্মীরা উপস্থিত ছিলেন।