মেহেরপুরের চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়ে গভীর রাতে অগ্নিকাণ্ড
নিউজ ডেস্ক:মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত আনুমানিক রাত তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ওই বিদ্যালয়ের পাশে বসবাসকারীরা জানান। অগ্নিকাণ্ডে বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া পাশের শ্রেণিকক্ষগুলোরও ক্ষতিসাধন হয়েছে।মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত আনুমানিক রাত তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ওই বিদ্যালয়ের পাশে বসবাসকারীরা জানান। অগ্নিকাণ্ডে বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া পাশের শ্রেণিকক্ষগুলোরও ক্ষতিসাধন হয়েছে। বিদ্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনায় চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান বলেন, ‘গত মঙ্গলবার রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের সময় সহকারী শিক্ষক ইয়ারুল ইসলাম আমাকে ফোন করে জানায় স্কুলে আগুন ধরে গেছে। কীভাবে আগুন লেগেছে জানতে চাইলে তিনি বলেন, স্কুলের সহসভাপতি শওকত আলী আমাকে জানালেন। তখন আমি শওকত আলীকে ফোন করি। শওকত আলী বলেন, স্কুলের পাশে বসবাসকারী বারেক আলী প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠে স্কুলে আগুন দেখতে পেয়ে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। এমন অগ্নিকাণ্ডের ঘটনা কীভাবে হলো সেটা বুঝতে পারছি না।’ এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি আরিফুল এনাম বকুল বলেন, ‘কীভাবে আগুন লেগেছে বিষয়টি অজ্ঞাত। অগ্নিকাণ্ডের বিষয়টি নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি। কারণ যেটাই হোক, খুব অল্প সময়ের মধ্যে তা বেরিয়ে আসবে।’ চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আরিফুল এনাম বকুল আরও জানান, বিদ্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন জেনে দুঃখ প্রকাশ করেছেন এবং বিদ্যালয়ের সংস্কার কাজের জন্য সহযোগিতার আশ^াস দিয়েছেন। এদিকে, বিদ্যালয়ের অগ্নিকাণ্ডের বিষয় নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মধ্যে। হঠাৎ করে এ অগ্নিকাণ্ডে বিপাকে পড়েছে স্কুলের শিক্ষার্থীরা। শ্রেণিকক্ষসহ আসবাবপত্র পুড়ে যাওয়ার কারণে খোলা মাঠে ক্লাস করছে শিক্ষার্থীরা।