নদী খনন নিয়ে ব্যক্তি মালিকানা জমি দখল করে খনন করা হচ্ছে নদী

0
12

নিউজ ডেস্ক:দামুড়হুদার হাউলি ইউনিয়নের বড় দুধপাতিলা গ্রামে চিত্রা নদী খননের নামে ব্যক্তি মালিকানা জমি খনন করায় ৩ দফা দাবিতে গ্রামবাসী সংবাদ সম্মেলন করেছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা-হিজলগাড়ী সড়কের বড় দুধপাতিলা গ্রামের ব্রিজ বটতলা নামক স্থানে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে গ্রামবাসীর পক্ষে চুয়াডাঙ্গা জেলা লোকমার্চার সভাপতি অ্যাড. আলমগীর হোসের এক লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি চিত্রা নদীর বুকে খাল খননকাজ চলামান। দামুড়হুদা থানার অন্তর্ভুক্ত বড় দুধপাতিলা গ্রামের চিত্রা নদীর আওতাভুক্ত নয় এমন ব্যক্তি মালিকানা জমি জোরপূর্বক দখল করে বেআইনিভাবে খনন করা হচ্ছে। মাটি খনন করে জমির রূপ পরিবর্তন করায় আমাদের অপূরণীয় ক্ষতি হচ্ছে। এমতাবস্থায় এসব জমির মালিকেরা ও গ্রামবাসী তাদের এ বেআইনি কাজের প্রতিবাদ করলে ক্ষমতা বলে বিভিন্ন প্রকার মামলা-মোকাদ্দামাসহ সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে। জমির মালিকেরা দীর্ঘদিন যাবৎ পৈতৃকসূত্রে ও ক্রয়সূত্রে এসব জমির মালিক হওয়ায় সব কাগজপত্র, এমনকি আদালতের নিষেধাজ্ঞার কাগজ দেখালেও তারা কোনো কিছুর তোয়াক্কা করছে না। এ সময় অ্যাড. আলমগীর হোসের তাঁর বক্তব্যে উল্লেখ করেন গ্রামবাসীর ৩ দফা দাবির লিখিত বক্তব্যের তিন দফা-১. ১চিত্রা নদীর আওতাভুক্ত জমি না হওয়া সত্ত্বেও আমাদের ব্যক্তি মালিকানা জমিতে যাতে অন্যায় ও বেআইনি ভাবে অনাধিকার প্রবেশ করে আমাদের জমি জোরপূর্বক বেদখল করে উক্ত মাটি খনন কাজ যাতে না করতে পারে।’ ২. ‘বিজ্ঞ আদালতের আদেশ তারা যেন মানতে বাধ্য থাকে।’ ৩. ‘অন্যথায় আমরা গ্রামবাসী আগামীতে শান্তিপূর্ণ পরিবেশে বিভিন্ন আন্দোলন কর্মসূচি হাতে নিতে বাধ্য হব।’