মেহেরপুর দুটি ককটেল উদ্ধার

0
10

নিউজ ডেস্ক:মেহেরপুর জেলা পরিষদের প্রাচীর সংলগ্ন স্থান থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর থানার পুলিশ ককটেল দুটি উদ্ধার করে। মেহেরপুর জেলা পরিষদের প্রাচীরের পাশে থেকে লাল কসটেপ দিয়ে মোড়ানো দুটি ককটেল পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে মেহেরপুর সদর থানার এসআই আবুল খায়েরের নেতৃত্বে পুলিশের একটি দল ককটেল দুটি উদ্ধার করে বালু ও পানি মিশ্রিত বালতিতে করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ দারা খান জানান, ককটেল কিনা সেটা পরীক্ষা করে দেখতে হবে। আগে থেকে কিছু বলা যাবে না, পরীক্ষার মাধ্যমে সেটি জানা যাবে।