মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীর জরিমানা

0
10

নিউজ ডেস্ক:মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শহরের হোটেল বাজার এলাকায় নবীছদ্দিন এবং বড় বাজার এলাকার রফিকুল ইসলামের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় দোকানগুলোতে বিপুল পরিমাণ পলিথিন রাখার দায়ে ১৯৯৫ সালের ৬ (ক) এবং ২৫ এর ৪ খ ধারায় দুই ব্যবসায়ীর নিকট থেকে ১ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে ভ্রাম্যমাণ আদালত শহরের বড়বাজার এলাকায় বিভিন্ন ব্যবসাকেন্দ্র অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন জব্দ করেন। একই সাথে ব্যবসায়ীদের সতর্ক করে দেন।