নিউজ ডেস্ক:ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিপুরের ইউসুফ ফিলিং স্টেশনের সামনে থেকে র্যাব অভিযান চালিয়ে ২৬২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলেন, মাগুরা পুলিশ লাইনসপাড়ার মৃত হাফিজহ খানের ছেলে আশিক খান ও ঝিনাইদহ শহরের ষাটবাড়িয়ার ধীনেন দাসের ছেলে শ্রী জয় দাস। সিপিসি-২, র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে মহেশপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় মহেশপুরের খালিশপুর ইউসুফ ফিলিং স্টেশনের সামনে থেকে আশিক খান ও শ্রী জয় দাসকে গ্রেফতার করে র্যাব। তাদের কাছ থেকে ২৬২ বোতল ফেন্সিডিল, ০৩ টি মোবাইল এবং ০৩ টি সীম কার্ড উদ্ধার করা হয়।
























































