নিউজ ডেস্ক:মোটরসাইকেল চাপায় জেবা খাতুন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার ইকুরী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। গাংনী-হাটবোয়ালিয়া সড়কে শিশুটি দৌড়ে রাস্তা পার হতে গেলে মেহেরপুরগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে সে মারা যায়। নিহত জেবা খাতুন ইকুড়ি গ্রামের উসিম উদ্দীনের মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেশবনগর গ্রামের হক সাহেব নামের এক যুবক মোটরসাইকেলযোগে মেহেরপুর যাচ্ছিলেন। ঘটনাস্থলে শিশুটি দৌড়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দিলে রক্তাক্ত জখম হয়। ওই যুবক শিশুটিকে নিয়ে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন।মোটরসাইকেল চাপায় জেবা খাতুন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার ইকুরী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। গাংনী-হাটবোয়ালিয়া সড়কে শিশুটি দৌড়ে রাস্তা পার হতে গেলে মেহেরপুরগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে সে মারা যায়। নিহত জেবা খাতুন ইকুড়ি গ্রামের উসিম উদ্দীনের মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেশবনগর গ্রামের হক সাহেব নামের এক যুবক মোটরসাইকেলযোগে মেহেরপুর যাচ্ছিলেন। ঘটনাস্থলে শিশুটি দৌড়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দিলে রক্তাক্ত জখম হয়। ওই যুবক শিশুটিকে নিয়ে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিডি দাস বলেন, হাসপাতালে পৌছানোর আগেই শিশুটি মারা যায়। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, মরদেহ হাসপাতাল থেকে তার স্বজনরা বাড়ি নিয়ে গেছেন। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলচালক হক সাহেবকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবার মামলা দায়ের করলে তাকে জেল-হাজতে প্রেরণ করা হবে।