শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী Logo কুবির বাংলা বিভাগের বাংলা নাটক বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন Logo মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত Logo মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৫ এর উদ্বোধন Logo পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ প্রদর্শনী Logo আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছি: চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী বাবু খান

রাজপথে নগ্ন হাঁটলেন তরুণী!

  • amzad khan
  • আপডেট সময় : ০১:১৩:৪১ অপরাহ্ণ, রবিবার, ২৯ জানুয়ারি ২০১৭
  • ৮০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এমনভাবে ধোঁকা দেওয়া যায়! না হলে শরীর কাপড় ছাড়া লন্ডনের রাস্তায় ঘুরে বেড়ালেন আর অধিকাংশ মানুষই ধরতে পারলেন না। শুনতে আশ্চর্যজনক লাগলেও এটাই সত্যি। এক তরুণী শরীরের ঊর্ধ্বাংশ উন্মুক্ত করে লন্ডনের কিংস্টনের রাস্তায় ১০ মিনিট হেঁটে বেড়ালেন। অথচ অধিকাংশ মানুষই বুঝতে পারলেন না যে কিলি ক্লেইন নামে ওই তরুণী নগ্ন কিনা।

কীভাবে লন্ডনের রাজপথের মানুষদের ধোঁকা দিলেন কিলি! এই খেলার পিছনের আসল মাথাটা হলেন সারা অ্যাশলি। এর পেশা এবং নেশা বডি পেইন্টিং। সারাই কিলি ক্লেইনের জামাকাপড়হীন ঊর্ধ্বাংশে রঙের প্রলেপ পরান। এর জন্য ২ ঘণ্টা ধরে কিলির কাঁধ থেকে বুক এবং কোমর পর্যন্ত রঙের ব্রাশ বোলাতে হয়েছে সারাকে।

কিলি ক্লেইন ও বডি পেইন্টার সারা অ্যাশলি

কিলির শরীরের ঊর্ধ্বাংশে যে কোনো কাপড় নেই, তা সাধারণ চোখে বোঝার উপায় ছিল। কারণ সারা এমনভাবে কিলির শরীরের অনাবৃত ঊর্ধ্বাংশে রঙের প্রলেপ দিয়েছিলেন যে মনে হচ্ছিল তিনি একটি সবুজ টি-শার্ট পরে আছেন।

সবমিলিয়ে এইভাবে ১০ মিনিট লন্ডনের রাস্তায় হেঁটে বেরিয়েছিলেন। কিলির এই গোটা সময়ের ভিডিও শুট করানো হয়েছিল। ভিডিওতে পরে দেখা যায় অধিকাংশ মানুষই কিলির অর্ধনগ্ন শরীরের এই রহস্যকে ধরতে পারেননি। অনেক কিলির শরীরের ঊর্ধ্বাংশের কিছু অস্বাভাবিকতা দেখে বোঝার চেষ্টা করেছিলেন, কিন্তু লাভ হয়নি।

কিলির শরীরে নীল রঙের প্রলেপে জিন্স এঁকেছেন সারা অ্যাশলে

এই ঘটনার মাস খানেক আগেও কিলি এবং সারা একই কাজ করেছিলেন। তবে, সেবার কিলি কোমরের পর থেকে পোশাক খুলে ফেলেছিলেন। শুধু একটি কটিবন্ধ পরা কিলির শরীরে রঙের প্রলেপ দিয়েছিলেন সারা। নীল রঙকে এমনভাবে ব্রাশ দিয়ে কোমরের পর থেকে বুলিয়েছিলেন যে মনে হচ্ছিল কিলি জিন্স পরে হাঁটছেন। সেযাত্রাতেও কিলির এই পোশাক দেখে অধিকাংশ পথচলতি মানুষই কিছু বুঝতে পারেননি। যারা পেরেছিলেন তারা অবাক হয়ে গিয়েছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী

রাজপথে নগ্ন হাঁটলেন তরুণী!

আপডেট সময় : ০১:১৩:৪১ অপরাহ্ণ, রবিবার, ২৯ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

এমনভাবে ধোঁকা দেওয়া যায়! না হলে শরীর কাপড় ছাড়া লন্ডনের রাস্তায় ঘুরে বেড়ালেন আর অধিকাংশ মানুষই ধরতে পারলেন না। শুনতে আশ্চর্যজনক লাগলেও এটাই সত্যি। এক তরুণী শরীরের ঊর্ধ্বাংশ উন্মুক্ত করে লন্ডনের কিংস্টনের রাস্তায় ১০ মিনিট হেঁটে বেড়ালেন। অথচ অধিকাংশ মানুষই বুঝতে পারলেন না যে কিলি ক্লেইন নামে ওই তরুণী নগ্ন কিনা।

কীভাবে লন্ডনের রাজপথের মানুষদের ধোঁকা দিলেন কিলি! এই খেলার পিছনের আসল মাথাটা হলেন সারা অ্যাশলি। এর পেশা এবং নেশা বডি পেইন্টিং। সারাই কিলি ক্লেইনের জামাকাপড়হীন ঊর্ধ্বাংশে রঙের প্রলেপ পরান। এর জন্য ২ ঘণ্টা ধরে কিলির কাঁধ থেকে বুক এবং কোমর পর্যন্ত রঙের ব্রাশ বোলাতে হয়েছে সারাকে।

কিলি ক্লেইন ও বডি পেইন্টার সারা অ্যাশলি

কিলির শরীরের ঊর্ধ্বাংশে যে কোনো কাপড় নেই, তা সাধারণ চোখে বোঝার উপায় ছিল। কারণ সারা এমনভাবে কিলির শরীরের অনাবৃত ঊর্ধ্বাংশে রঙের প্রলেপ দিয়েছিলেন যে মনে হচ্ছিল তিনি একটি সবুজ টি-শার্ট পরে আছেন।

সবমিলিয়ে এইভাবে ১০ মিনিট লন্ডনের রাস্তায় হেঁটে বেরিয়েছিলেন। কিলির এই গোটা সময়ের ভিডিও শুট করানো হয়েছিল। ভিডিওতে পরে দেখা যায় অধিকাংশ মানুষই কিলির অর্ধনগ্ন শরীরের এই রহস্যকে ধরতে পারেননি। অনেক কিলির শরীরের ঊর্ধ্বাংশের কিছু অস্বাভাবিকতা দেখে বোঝার চেষ্টা করেছিলেন, কিন্তু লাভ হয়নি।

কিলির শরীরে নীল রঙের প্রলেপে জিন্স এঁকেছেন সারা অ্যাশলে

এই ঘটনার মাস খানেক আগেও কিলি এবং সারা একই কাজ করেছিলেন। তবে, সেবার কিলি কোমরের পর থেকে পোশাক খুলে ফেলেছিলেন। শুধু একটি কটিবন্ধ পরা কিলির শরীরে রঙের প্রলেপ দিয়েছিলেন সারা। নীল রঙকে এমনভাবে ব্রাশ দিয়ে কোমরের পর থেকে বুলিয়েছিলেন যে মনে হচ্ছিল কিলি জিন্স পরে হাঁটছেন। সেযাত্রাতেও কিলির এই পোশাক দেখে অধিকাংশ পথচলতি মানুষই কিছু বুঝতে পারেননি। যারা পেরেছিলেন তারা অবাক হয়ে গিয়েছিলেন।