শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী Logo কুবির বাংলা বিভাগের বাংলা নাটক বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন Logo মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত Logo মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৫ এর উদ্বোধন Logo পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ প্রদর্শনী Logo আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছি: চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী বাবু খান

বাঘের সঙ্গে বাবার লড়াই,ছেলেকে বাঁচাতে!

  • amzad khan
  • আপডেট সময় : ০১:১০:৩৫ অপরাহ্ণ, রবিবার, ২৯ জানুয়ারি ২০১৭
  • ৮০৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গত শুক্রবার বিকেল ভারতের পশ্চিমবঙ্গের কলসদ্বীপের পাশে ঠাকুরান ও বিদ্যাধরীর সংযোগস্থলে ডিঙি নৌকায় বসেছিলেন তরুণ বদ্রু মল্লিক। ভাটার টানে পানি ধীরে ধীরে কমে আসছিল। বদ্রুর বাকি সঙ্গীরা চরে নেমে কাঁকড়া ধরছিলেন। হঠাৎ করে জঙ্গল থেকে বদ্রুর ওপর ঝাঁপিয়ে পড়ে এক রয়্যাল বেঙ্গল টাইগার। কিছু বুঝে ওঠার আগেই প্রকাণ্ড বাঘ পেছন থেকে বদ্রুর কাঁধে ক্রমাগত থাবা বসাতে থাকে। বাঘের নখের আঘাতে তখন বদ্রু মল্লিকের রক্তাত্ত অবস্থা।

শিকারকে ঘাড়ে চাপিয়ে বাঘ তখন গভীর জঙ্গলে পালিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে। আর বদ্রু চেষ্টা চালাচ্ছে বাঘের থাবা থেকে নিজেকে বাঁচতে। হঠাৎ বাঘের গর্জনে হকচকিয়ে যান বদ্রুর সঙ্গীরা। ক্রমাগত বাঘের থাবায় ক্ষতবিক্ষত বদ্রু লড়তে লড়তে নিস্তেজ হয়ে পড়েছে। কাঁকড়া ধরার দলে ছিলেন বদ্রুর বাবা সুবলও। ছেলেকে বাঘে ধরেছে দেখে আর স্থির থাকতে পারেননি তিনি। বদ্রুর বাবা–সহ ৬ জন নৌকায় থাকা লাঠি নিয়ে পাল্টা বাঘের দিকে ছুটে যায়। গভীর অরণ্যের দিকে তখন শিকার মুখে নিয়ে দৌড়চ্ছে বাঘ। বাঘের পিছু পিছু হাতে লাঠি নিয়ে ছুটছে ৬ জন।

একসময় বাঘকে আয়ত্তে পেয়ে লাঠি, লোহার শিক, রড দিয়ে ক্রমাগত আক্রমণ করতে থাকে বদ্রুর বাবাসহ অন্যান্যরা। এভাবে কয়েক মিনিট চলার পর বাঘ শিকার বদ্রুকে ছেড়ে জঙ্গলে মিলিয়ে যায়। প্রায় ৫ ঘণ্টা নৌকাযাত্রার পর রাতে জখম বদ্রুকে ভারতের পাথরপ্রতিমা হাসপাতালে আনা হয়। বদ্রুর মাথায় ও কাঁধে রয়েছে বাঘের নখের গভীর ক্ষত। সেই শুক্রবার রাতেই তাকে ভর্তি করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। নিজের বাবার সাহসিকতায় এবারের মত প্রানে বেঁচে গেছে বদ্রু মল্লিক এ কথা স্বীকার করতেই হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী

বাঘের সঙ্গে বাবার লড়াই,ছেলেকে বাঁচাতে!

আপডেট সময় : ০১:১০:৩৫ অপরাহ্ণ, রবিবার, ২৯ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

গত শুক্রবার বিকেল ভারতের পশ্চিমবঙ্গের কলসদ্বীপের পাশে ঠাকুরান ও বিদ্যাধরীর সংযোগস্থলে ডিঙি নৌকায় বসেছিলেন তরুণ বদ্রু মল্লিক। ভাটার টানে পানি ধীরে ধীরে কমে আসছিল। বদ্রুর বাকি সঙ্গীরা চরে নেমে কাঁকড়া ধরছিলেন। হঠাৎ করে জঙ্গল থেকে বদ্রুর ওপর ঝাঁপিয়ে পড়ে এক রয়্যাল বেঙ্গল টাইগার। কিছু বুঝে ওঠার আগেই প্রকাণ্ড বাঘ পেছন থেকে বদ্রুর কাঁধে ক্রমাগত থাবা বসাতে থাকে। বাঘের নখের আঘাতে তখন বদ্রু মল্লিকের রক্তাত্ত অবস্থা।

শিকারকে ঘাড়ে চাপিয়ে বাঘ তখন গভীর জঙ্গলে পালিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে। আর বদ্রু চেষ্টা চালাচ্ছে বাঘের থাবা থেকে নিজেকে বাঁচতে। হঠাৎ বাঘের গর্জনে হকচকিয়ে যান বদ্রুর সঙ্গীরা। ক্রমাগত বাঘের থাবায় ক্ষতবিক্ষত বদ্রু লড়তে লড়তে নিস্তেজ হয়ে পড়েছে। কাঁকড়া ধরার দলে ছিলেন বদ্রুর বাবা সুবলও। ছেলেকে বাঘে ধরেছে দেখে আর স্থির থাকতে পারেননি তিনি। বদ্রুর বাবা–সহ ৬ জন নৌকায় থাকা লাঠি নিয়ে পাল্টা বাঘের দিকে ছুটে যায়। গভীর অরণ্যের দিকে তখন শিকার মুখে নিয়ে দৌড়চ্ছে বাঘ। বাঘের পিছু পিছু হাতে লাঠি নিয়ে ছুটছে ৬ জন।

একসময় বাঘকে আয়ত্তে পেয়ে লাঠি, লোহার শিক, রড দিয়ে ক্রমাগত আক্রমণ করতে থাকে বদ্রুর বাবাসহ অন্যান্যরা। এভাবে কয়েক মিনিট চলার পর বাঘ শিকার বদ্রুকে ছেড়ে জঙ্গলে মিলিয়ে যায়। প্রায় ৫ ঘণ্টা নৌকাযাত্রার পর রাতে জখম বদ্রুকে ভারতের পাথরপ্রতিমা হাসপাতালে আনা হয়। বদ্রুর মাথায় ও কাঁধে রয়েছে বাঘের নখের গভীর ক্ষত। সেই শুক্রবার রাতেই তাকে ভর্তি করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। নিজের বাবার সাহসিকতায় এবারের মত প্রানে বেঁচে গেছে বদ্রু মল্লিক এ কথা স্বীকার করতেই হয়।